রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


মিকা ও আকাঙ্ক্ষা

গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষমেষ স্বয়ম্বরের মঞ্চে মালাবদল সারলেন বলিউড সিঙ্গার মিকা সিং। স্বয়ম্বরের মঞ্চে বহু প্রতীক্ষিত জীবনসঙ্গিনীর সন্ধান পেলেন তিনি। ছোটপর্দায় সম্প্রচারিত হচ্ছিল মিকা সিংয়ের স্বয়ম্বর অনুষ্ঠান, যার নাম ‘স্বয়ম্বর-মিকা কি বোহতি’। এই শোতে মিকা সিং-এর জন্য হয় ‘স্বয়ম্বর’ সভা। যেখানে মিকা খুঁজবেন তার জীবনসঙ্গীকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরীরা এসেছিলেন বলিউড গায়কের স্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। তাঁদের মধ্যের থেকে চূড়ান্ত পর্বে পৌঁছতে পেরেছিলেন মাত্র তিনজন। নীত মহল, প্রান্তিকা দাস এবং আকাঙ্ক্ষা পুরী।
চূড়ান্ত পর্বে পৌঁছে প্রান্তিকার দাবি ছিল তিনিই হবেন গায়ক মিকার জীবনসঙ্গী। অপর দিকে নীতেরও পুরনো বন্ধু হিসাবে বিশ্বাস ছিল তিনিই এগিয়ে যাবেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নীত এবং বাঙালি কন্যেন প্রান্তিকাকে হারিয়ে মিকার মন জিতে নিলেন আকাঙ্খা। অনেকদিন থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। ‘বি-টাউনে’ দু’জনের সম্পর্কের গুঞ্জনও ছিল। যদিও এই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।
আকাঙ্খা স্বীকার করেছিলেন, মিকাকে অন্যন মহিলাদের সঙ্গে দেখে তিনি বুঝতে পারেন মিকাকে বন্ধুর থেকেও বেশি কিছু মনে করেন তিনি। তাঁকে হারাতে পারবেন না। এই প্রতিযোগিতায় আকাঙ্ক্ষা যোগ দিয়েছিলেন ওয়াইল্ড কার্ডের মাধ্যমে।
কিছু দিন আগে মিকা জানিয়েছিলেন, তিনি প্রায় ১০০টি বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কাউকেই নাকি তাঁর মনে ধরেনি। তবে অবশেষে তাঁর মন জয় করে নিলেন পুরনো বান্ধবী আকাঙ্ক্ষা। সূত্রের খবর, পরস্পরকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে তাঁরা খুব খুশি। তবে মঞ্চে তাঁদের বিয়ে হয়নি শুধু মালাবদল হয়েছে। শোনা যাচ্ছে এখনই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন না। গায়ক জানান, বিয়ের আগে আকাঙ্খার সঙ্গে একান্তে সময় কাটাতে চান। তারপরেই নতুন জীবন শুরু করবেন।

Skip to content