শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কৃতি-প্রভাসের প্রেমের গুঞ্জন।

বলিউডে আবার সুখবর। ইতিমধ্যেই সদ্য সাতপাকে বাঁধা পড়েছেন সিড-কিয়ারা। এ বার বলিপাড়ায় গুঞ্জন, বিয়ের ব্যাপারে ভাবনাচিন্তা নিয়ে এগচ্ছেন আরও এক জুটি। তাঁরা হলেন প্রভাস ও কৃতি শ্যানন। ‘আদিপুরুষ’ ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের প্রেম শুরু হয়েছে বলে গুঞ্জন শোনা যায়। মায়ানগরীতে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বাগদান পর্ব সেরে নেবেন কৃতি-প্রভাস।
যাবতীয় জল্পনার এবং গুঞ্জনের উত্তরও দিয়েছেন কৃতি। গত বছর ‘ভেড়িয়া’ ছবির প্রচারে গিয়ে কৃতির প্রেমের কথা প্রথম প্রকাশ্যে আনেন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান। কর্ণ জোহর বরুণকে বলেছিলেন, বলিউডের এমন নায়িকাদের নাম বলতে যাঁরা তখনও পর্যন্ত সিঙ্গল আছেন। কিন্তু বরুণের সেই তালিকায় কৃতির নাম ছিল না। তখন বরুণকে প্রশ্ন করায় তিনি মজার ছলে উত্তর দেন, ‘‘কৃতির নাম অন্য কারও মনে আছে, যিনি এখন আপাতত মুম্বইয়ে নেই। দীপিকার সঙ্গে শুটিংয়ে অন্য কোথাও ব্যস্ত রয়েছেন।’’
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২৪: মন তোর শক্তিই ‘মন্ত্রশক্তি’

স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি

তার পর দুইয়ে দুইয়ে চার করে ফেলেন তাঁদের অনুরাগীরা। এমনিতেই প্রভাস ইন্ডাস্ট্রির অন্যতম ‘এলিজিবল ব্যাচেলর’। নায়িকাদের মধ্যে কৃতির চাহিদাও বিন্দুমাত্র কম নয়। তার উপর তিনিও আবার সিঙ্গল। কৃতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আসলে মানুষের স্মৃতি খুব একটা দীর্ঘস্থায়ী হয় না। আজকে যে বিষয়ে নিয়ে তাঁদের মাথাব্যথা, কিছু সময় পেরোলেই তাঁরা স্বাভাবিকভাবেই তা ভুলে যাবেন। তাই এই ধরনের ভিত্তিহীন জল্পনায় কোনও ধরনের প্রতিক্রিয়া না দেওয়াই ভালো।’’
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৮: হৃদয়মন্দিরে মন শুদ্ধ করে দেবতা প্রতিষ্ঠা করলে তবেই তো দেবতার পুজো হবে

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৮: জ্বরে ভাত খাবেন?

বলিপাড়ায় নায়ক-নায়িকাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন অবশ্য নতুন কোনও ঘটনা নয়। প্রায়ই বিভিন্ন জনের প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায়। কিন্তু মুখে যতই অস্বীকার করুন না কেন, বলিপাড়ায় জোর চর্চা চলছে তাঁর ও প্রভাসের সম্পর্ক নিয়ে।

Skip to content