শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। কলকাতায় ৬ মে উন্মোচিত হতে চলেছে একটি নতুন সরকারি প্রেক্ষাগৃহ। না, ঠিক নতুন নয়, আসলে দক্ষিণ কলকাতার রসা রোডে এমআর বাঙ্গুর হাসপাতালের পাশে অবস্থিত রাধা ফিল্ম স্টুডিও-র নব কলেবরপ্রাপ্ত এই সরকারি প্রেক্ষাগৃহটিই হল চলচ্চিত্র শতবর্ষ ভবন। সমস্তকিছু ঠিকঠাক আগামী ৬ মে খুলে দেওয়া হবে এই প্রেক্ষাগৃহ। এই প্রেক্ষাগৃহের তিনটি স্ক্রিনের মধ্যে একটি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে প্রযোজক সুধীর দত্তের দ্বিভাষিক ছবি ‘রাজনন্দিনী’। প্রথমে মুক্তি পাবে হিন্দি ছবিটি। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দেবলীনা দত্ত ও সুদেশ বেরি। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন বিশ্বজিৎ চক্রবর্তী, অমিতা নাঙ্গিয়া, মাহি খান সহ কলকাতা এবং মুম্বইয়ের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী। বাংলায় ছবিটি মুক্তি পাবে ‘রহস্যময়ী রাজনন্দিনী’ নামে। প্রযোজকের কথায়, যেহেতু বাংলায় এর আগে রাজনন্দিনী নামে ছবি হয়েছে তাই ইম্পা থেকে ওই একই নামে দ্বিতীয়বার ছবি করার অনুমতি মেলেনি, ফলত রাজনন্দিনীর আগে ব্যবহার করতে হচ্ছে ‘রহস্যময়ী’ বিশেষণটি।
পাশাপাশি ওই একই দিনে মুক্তি পেতে চলেছে মিলন ভৌমিকের ‘ঋষি ও রাজ’ ছবিটি। ইস্কনের রঘুনাথ গোস্বামীর জীবনচরিত অবলম্বনে নির্মিত এই ছবিটির মুখ্য ভূমিকায় রয়েছেন গজেন্দ্র চৌহান, এছাড়াও এই ছবিতে দেখা মিলতে চলেছে একঝাঁক নতুন তারকার। চার কোটি টাকা বাজেটের এই ছবিটিও সম্ভবত একই দিনে চলচ্চিত্র শতবর্ষ ভবনের দ্বিতীয় স্ক্রিনে মুক্তি পেতে চলেছে। সুধীর দত্ত ও মিলন ভৌমিক উভয়েই ইতিমধ্যে নবান্নের তথ্য ও সংস্কৃতি বিভাগের সঙ্গে চিঠির আদানপ্রদান করেছেন বলে জানা গিয়েছে, তবে আসন্ন চলচ্চিত্র উৎসব নিয়ে ব্যস্ত থাকার দরুনই হয়তো এখনও কোনও পাকা উত্তর তাঁরা পাননি তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফ থেকে, তবে ছবির মুক্তি নিয়ে উভয়েই ৯৯ শতাংশ নিশ্চিত বলা যেতে পারে। তিন নম্বর স্ক্রিনে তাহলে কোন ছবি মুক্তি পেতে চলেছে? এই প্রশ্ন তো থেকেই যায়, তাই না? তিন নম্বর স্ক্রিনে সম্ভবত মুক্তি পেতে চলেছে পরিচালক অনীক দত্তের আসন্ন ছবি ‘অভিযান’। তবে এই বিষয়ে এখনও কোনও পাকা খবর পাওয়া যায়নি।
মূলত, ছবি প্রিমিয়ারের কথা মাথায় রেখেই তৈরি হলেও নিয়মিত ছবি দেখানোর ব্যবস্থাও থাকবে নতুন প্রেক্ষাগৃহে। বাকি মাল্টিপ্লেক্সের মতোই এখানে তিনটি পর্দাবিশিষ্ট এই প্রেক্ষাগৃহে একদিনে তিনটি ছবি দেখানো যাবে। দর্শক আসন সংখ্যা মোট ৩৫০। শীততাপ নিয়ন্ত্রিত চলচ্চিত্র শতবর্ষ ভবনে সমস্ত অত্যাধুনিক ব্যবস্থার সঙ্গে রয়েছে প্রিমিয়ারের পর সাংবাদিক বৈঠকের জন্য থাকছে আলাদা জায়গার ব্যবস্থা, এছাড়া থাকছে ছবি তোলারও আলাদা স্থান। পাশাপাশি কফি, খাবারের আলাদা স্টল থাকবে ভিতরে। টিকিটের দাম মাথাপিছু ১০০ থেকে ১২০ টাকা৷

Skip to content