শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


প্রতিবছর যখন কলকাতা চলচ্চিত্র উত্সবে শামিল হয় চলচ্চিত্রপ্রেমী মানুষজন, তখন শহরের বাতাসে হেমন্তের আদুরে আমেজ। উষ্ণমনে অভ্যর্থনা জানায় এ শহর। ২৭তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উত্সবের ছবিটা অবশ্য অনেকটাই আলাদা। অতিমারির কারণে পরিবর্তিত হয়েছে সময়। অবশেষে যখন সকলের অপেক্ষার অবসান ঘটেছে, উত্সবের জন্য নির্দিষ্ট স্থানগুলি যখন সেজে উঠেছে, কলকাতা তখন তপ্ত পাত্রে দগ্ধ হচ্ছে। তাতেও অবশ্য চলচ্চিত্রপ্রেমী মানুষজনের উত্সাহে কোনও ভাটা পড়েনি। এই তীব্র গরমকে উপেক্ষা করেই প্রতি বছরের মতো বিভিন্ন প্রেক্ষাগৃহে ভিড় করেছেন দর্শকেরা। গত ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। আগামী ১ মে অবধি চলবে এই উত্সব। নন্দন চত্বরে তৈরি করা হয়েছে মুক্তমঞ্চ, যেখানে প্রতিদিন সন্ধ্যায় বসছে আলোচনাসভা। চলচ্চিত্র নিয়ে সে আলোচনাসভায় যোগ দিতে পারেন সাধারণ দর্শকও।
এবার আসা যাক সিনেমার কথায়। এ বারের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের বিশেষ আকর্ষণ কোনগুলো তা বরং একবার দেখে নেওয়া যাক। জানা গেল যে কলকাতা চলচ্চিত্র উত্সবেই একমাত্র একটি পৃথক বিভাগ রয়েছে যেখানে বিভিন্ন ভারতীয় ভাষায় তৈরি চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। এ বছর সেই বিভাগে মোট আটটি ভাষার দশটি চলচ্চিত্র দেখানো হচ্ছে। তার মধ্যে মালয়ালি পরিচালক জি প্রভা পরিচালিত সংস্কৃতভাষায় নির্মিত ‘তয়া’ নামক চলচ্চিত্রটিও প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। ভারতীয় স্বল্পশ্রুত ভাষাতেও ইদানীং চলচ্চিত্র নির্মিত হচ্ছে যেটা খুবই আনন্দের। তার মধ্যে কুরুম্বা ভাষায় তৈরি একটি ছবি স্থান পেয়েছে। ছবিটির নাম হল ‘দ্য সাউন্ড অফ পেন’। এই ছবিটি অস্কার পুরস্কার মনোনয়নের জন্যও নির্বাচিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কুরুম্বা দক্ষিণ ভারতের কুরুম্বা উপজাতির ভাষা যারা মূলত তামিলনাডুর নীলগিরি পর্বত লাগোয়া এলাকার বাসিন্দা।
আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার যে মূল বিভাগ তার এবছরকার শিরোনাম হল ‘ইনোভেশন ইন মুভিং ইমেজেস’। চলচ্চিত্রপ্রেমী তথা যাঁরা সিনেমা নিয়ে পড়াশোনা করছেন অথবা চলচ্চিত্র নির্মাতা যাঁরা তাঁদের ক্ষেত্রে এই বিভাগের ছবিগুলো আজকের দিনে তৈরি হওয়া ছবির গতিপ্রকৃতি অথবা আগামীদিনে আরও কোন ধারার ছবি তৈরি হতে চলেছে, তা বুঝতে সাহায্য করবে। ১৫-১৬ জন পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের ছবি যেগুলো কান, বার্লিন ইত্যাদি চলচ্চিত্র উত্সবে দেখানো হয়েছে সেগুলি দেখানো হচ্ছে নন্দন-১-এ। মূলত বিকেল ৪টে এবং ৭টার শোতে এই সমস্ত ছবি দেখতে পারেন চলচ্চিত্ররসগ্রাহী এবং সাধারণ দর্শক। এই ছবিগুলি নজরুল তীর্থতেও দেখানো হচ্ছে। এদের মধ্যে উল্লেখ্য হল ‘টাইটেনিয়াম’ চলচ্চিত্রটি। এটি গতবছর কান চলচ্চিত্র উত্সবে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছিল। ‘ওয়াইফ অফ এ স্পাই’, ‘কিং অফ অল দ্য ওয়ার্ল্ড’, ‘টম মেডিনা’, ‘দ্য নর্থ সি’ ইত্যাদি সিনেমা আজ এবং আগামীকালের উল্লেখ্য। ৩০ এপ্রিলের উল্লেখ্য ছবি হল গৌতম ঘোষের পুত্র ঈশান ঘোষ পরিচালিত ‘ঝিল্লি’। ঈশান ঘোষের এই ছবিটি প্রতিযোগিতার জন্য মনোনীত এবং এটিই তাঁর নির্মিত প্রথম ছবি। রবিবার অর্থাত্ ১ মে দেখানো হবে অপর্ণা সেন পরিচালিত ‘রেপিস্ট’ সিনেমাটি এবং বিখ্যাত ফরাসি পরিচালক লিও কারাক্স-এর ‘এনেট’ সিনেমাটি। বিশেষভাবে উল্লেখ্য এই ‘এনেট’ সিনেমাটি, কারণ এটি গতবছরের বিশ্ব সিনেমার প্রেক্ষিতে অন্যতম সেরা সিনেমা বলে বিবেচিত হয়েছিল। আর লিও কারাক্সকে অনেকে ফরাসি সিনেমাজগতের ঋত্বিক ঘটক বলেও অভিহিত করে থাকেন। কলকাতা চলচ্চিত্র উত্সবে এই সমস্ত আন্তর্জাতিক এবং দেশীয় প্রখ্যাত বিশিষ্ট চলচ্চিত্রকারদের এই সিনেমাগুলোর স্বাদ নিতে পারেন চলচ্চিত্রপ্রেমী সকল মানুষ। ডেলিগেট এবং গেস্ট কার্ড ছাড়াও সাধারণ দর্শক শো শুরুর একঘণ্টা আগে থেকে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন বিনামূল্যে। সিনেমার সূচি ইন্টারনেট থেকেই সংগ্রহ করতে পারেন। দর্শকদের জন্য কোনও আসন নির্দিষ্ট নেই। আগে এলে আগে বসবার সুযোগ পাবেন দর্শকেরা।

ছবি: লেখিকা

Skip to content