মঙ্গলবার ২২ এপ্রিল, ২০২৫


কেকে কাণ্ডের জেরে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দু গায়ক রূপঙ্কর বাগচী একটি নামী কেক প্রস্তুতকারী সংস্থার ‘জিঙ্গল’ গেয়েছিলেন। সম্প্রতি বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পি কেকে-কে নিয়ে রূপঙ্কর বাগচীর মন্তব্যকে সমর্থন না করার সিদ্ধান্তের কথা জানিয়েছে সংস্থাটি। শুক্রবার সকাল থেকে কেক প্রস্তুতকারী সংস্থাটিকে বয়কটের দাবি ওঠে নেটমাধ্যমে। এর পরই শুক্রবার তারা নেটমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়েছে, গায়ক রূপঙ্কর বাগচীর মন্তব্যে আমরা দুঃখিত। রূপঙ্কর বাগচী যা বলেছেন, তার সঙ্গে আমরা সহমত পোষণ করি না। ক্রেতাদের অনুভূতিকে মাথায় রেখে ব্র্যান্ড জিঙ্গল নিয়ে আমরা যথাসময়ে সিদ্ধান্ত নেব। আপনারা আমাদের সঙ্গে থাকুন।’

Skip to content