দক্ষিণী অভিনেত্রী তথা বিজেপি নেত্রী খুশবু সুন্দর।
খুশবু সুন্দর একজন জনপ্রিয় অভিনেত্রী তথা প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। তাঁর কেরিয়ার শুরুটা হয় তামিল ছবি দিয়ে। পরবর্তীকালে তিনি অবশ্য রাজনীতিতে যোগ দেন। সম্প্রতি এই দক্ষিণী অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে। সম্প্রতি তিনি তাঁর বাবাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। মাত্র ৮ বছর বয়সে বাবার দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় ভয়ে কাউকে কিছু বলতে পারেননি। অবশেষে ১৫ বছর বয়সে মুখ খোলেন খুশবু।
শুধু জাতীয় মহিলা কমিশনের সদস্যই নয়, খুশবু বিজেপির জাতীয় এগজিকিউটিভ কমিটির সদস্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জনসমক্ষে আনেন অভিনেত্রী-রাজনীতিবিদ খুশবু। তিনি বলেন, একটা শিশুর উপর যখন নির্যাতন চালানো হয়, সেই ক্ষত তাঁর মনে সারা জীবন থেকে যায়। আমার বাবা আমার মাকে মারধর করাকেই তাঁর জন্মগত অধিকার বলে মনে করতেন। মাত্র ৮ বছর বয়স থেকে তিনি আমার উপর যৌন নির্যাতন শুরু করে দেন। অবশেষে ১৫ বছর বয়সে এসে সাহস সঞ্চয় করে সবাইকে জানাতে পারি সে কথা। আমার মনে খুব ভয় ছিল যে, মা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। কিন্তু যখন আর সহ্য করতে পারিনি তখন প্রতিবাদ করি। তার পরই তিনি ছেড়ে চলে যান আমাদের।’’
আরও পড়ুন:
মদ্যপান করে প্রধানমন্ত্রীকে টুইট কপিলের, নিজের শোয়ে আমন্ত্রণ জানাতে কী উত্তর দিলেন মোদী?
জিম-ট্রিম: চেস্ট ওয়ার্ক আউট শুরু করার কথা ভাবছেন? জেনে নিন খুঁটিনাটি
খুশবু অভিনয়ের পাশপাশি যোগ দেন রাজনীতিতে। ডিএমকে পার্টিতে প্রথম ছিলেন, তার পর কংগ্রেসে যোগ দেন কিছু দিন। শেষমেশ বিজেপিতে অংশগ্রহণ করেন। এর পর ২০২১ সালে তিনি তামিলনাড়ুর বিধানসভা ভোটে দাঁড়ালেও পরাজিত হন। নতুন এই দায়িত্ব পেয়ে তিনি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।