মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


সারা, কার্তিক ও কৃতি।

বলিউডের নতুন প্রজন্মের যত উঠতি তারকা আছেন তাঁদের মধ্যে তাঁর নাম একেবারে প্রথমের দিকে। তিনি আর কেউ নন। কার্তিক আরিয়ান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শেহজাদা’। বক্স অফিসে ছবি এখনও পর্যন্ত তেমন সাড়া না জাগালেও তিনি নিজে কিন্তু সর্বদা খবরের শিরোনামেই রয়ে গিয়েছেন। বিশেষত ‘ভুল ভুলাইয়া ২’-এর পর থেকে মায়ানগরীর প্রথম সারির পরিচালক, প্রযোজকদের চোখের মণি কার্তিক। তবে তিনি যে শুধু তাঁর কাজের জন্য নয়, নিজের প্রেমজীবনের কারণেও চর্চার কেন্দ্রে বলিউডের এই ‘শেহজাদা’। তাঁর প্রেমিকার তালিকায় এখনও পর্যন্ত কোন কোন অভিনেত্রীর নাম? তালিকায় কি বলিউডের নবাব-কন্যার নাম রয়েছে? এক অনুষ্ঠানের র্যা পিড ফায়ার রাউন্ডে সব প্রশ্নের উত্তর দিলেন ‘শেহজাদা’।
তাঁর ছবি সদ্য মুক্তি পেয়ে গেলেও ছবির প্রচার কাজে এখনও ব্যস্ত কার্তিক আরিয়ান। সে রকমই এক অনুষ্ঠানে গিয়ে র্যা পিড ফায়ার রাউন্ডে একাধিক প্রশ্ন করা হয় কার্তিককে। প্রশ্নে যেমন শাহরুখ খান, সলমন খান, আমির খানের প্রসঙ্গ ছিল তেমনই অভিনেতার প্রেমজীবন নিয়েই তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করেন সঞ্চালক। সারা আলি খানের সঙ্গে কি তিনি প্রেম করেছেন? প্রশ্ন আসে সঞ্চালকের পক্ষ থেকে। ইতিবাচক হোক বা নেতিবাচক, দু’রকম উত্তরেই সমাজমাধ্যমে ঝড় ওঠার সম্ভাবনা প্রবল। তাই বুদ্ধিমানের মতো প্রশ্নটি শেষ পর্যন্ত এড়িয়েই গেলেন কার্তিক।
আরও পড়ুন:

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে শনিবার অতিরিক্ত মেট্রো চলবে ব্লু লাইনে

একটুও শরীরচর্চার সময় পান না? জেনে নিন রাতে হাঁটার একাধিক উপকারিতা

এর পর সঞ্চালক প্রশ্ন করেন, ‘লুকা ছুপি’ ও ‘শেহজাদা’র সহ-অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে কি কখনও তাঁর প্রেমের সম্পর্ক ছিল? সেই প্রশ্নে কার্তিকের সপাট উত্তর, ‘‘না।’’ দুই প্রশ্নে কার্তিকের দু’রকম প্রতিক্রিয়ায় অনুরাগীদের ধারণা, জনসমক্ষে সম্পর্কের কথা প্রকাশ করতে চাননি তিনি। তাই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন কার্তিক। অনুরাগীরা মনে করছেন, যদিও সত্যিই কোনও সম্পর্ক না থাকত, ঠিক যেমনটা বললেন কৃতি শ্যাননের ক্ষেত্রে তেমন ভাবেই তো সরাসরি ‘না’ বলতেই পারতেন অভিনেতা।
আরও পড়ুন:

পরিমিত মাত্রায় রেড ওয়াইন খাওয়া কি স্বাস্থ্যকর? গবেষণা কী বলছে?

আপনার সোনামণির বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না? কী করণীয়? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

দিন কয়েক আগেই রাজস্থানের উদয়পুরে একসঙ্গে দেখা গিয়েছিল সারা আলি খান ও কার্তিক আরিয়ানকে। এমনকি, গত ১৪ ফেব্রুয়ারি এক ফ্রেমে দেখা গিয়েছিল দুই প্রাক্তনকে। আপাতত কোনও ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে না ‘লভ আজ কাল’ জুটিকে। তবে কি এই সাক্ষাৎ একান্তই ব্যক্তিগত? সমাজমাধ্যমে যখন এই ছবি ভাইরাল হয়, তাঁর পর থেকেই ফের চর্চা শুরু হয়ে যায় দুই তারকার সম্পর্কের সমীকরণ নিয়ে।

Skip to content