সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন ‘আরআরআর’-এর মাধ্যমে। সেই খ্যাতির ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে নারাজ দক্ষিণী তারকা এনটিআর জুনিয়র সাময়িক বিরতির পর ফের পরের ছবির সেটে ফিরেছেন। ছবির নাম ‘দেবারা’। ছবিটি পরিচালনা করছেন কোরাতালা শিবা।
প্রথমে ছবিকে ‘এনটিআর ৩০’ বলেই উল্লেখ করা হয়েছিল। যদিও পরে ‘দেবারা’ নাম দেওয়া হয়। ইতিমধ্যেই ছবিতে এনটিআর জুনিয়রের ছবির সেই লুক মুক্তি পেয়েছে। অভিনেতা সেই ছবির পোস্টার সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছেন। যদিও এই পোস্টারে এনটিআর জুনিয়র নেই। রয়েছেন অন্য এক অভিনেতা। পোস্টারে থাকা ওই অভিনেতা কে?
আরও পড়ুন:

অন্য নায়কের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা পছন্দ করতেন না ধর্মেন্দ্র! রেগে কী করেন হেমা মালিনী?

খাওয়ার পর দাঁতের যত্ন নিচ্ছেন তো? দাঁতের সব সমস্যার সহজ সমাধান দন্তকাষ্ঠ বা দাঁতন

এই ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। গত এপ্রিল মাসে জানতে পারা যায়, এনটিআর-এর সঙ্গে হাত মিলিয়েছেন সইফ। অবশেষে ‘দেবারা’ ছবিতে তাঁর লুক মুক্তি পেয়েছে। সইফের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েই এনটিআর জুনিয়র ছবিতে সইফ আলি খানের লুক প্রকাশ করেছেন। সইফের লুক দেখে মুগ্ধ নেটাগরিকরা।
আরও পড়ুন:

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-২: ভারতের স্থাপত্যশৈলীতে ভিতরকুঠি টেরাকোটা শিব মন্দিরের অবদান অপরিসীম

কলকাতার পথ-হেঁশেল: যাদবপুর— যদুকুল ও চপস্টিকস

‘আদিপুরুষ’-এর ভরাডুবির পরে সইফের এটি ‘কামব্যাক’ ছবি বলা যেতে পারে। তবে এই প্রথম নয়, সইফ এর আগেও খলচরিত্রে অভিনয় করেছেন। ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিতেও তিনি খলচরিত্রে অভিনয় করেন। তাই ‘দেবারা’ ছবিতে সইফ নিয়ে দর্শকের প্রত্যাশা তুঙ্গে।

এই ‘দেবারা’ ছবির মাধ্যমেই বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তেলুগু বিনোদন জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন। তাঁকে এনটিআর জুনিয়রের নায়িকা হিসাবে দেখা যাবে। ছবিতে জাহ্নবীর লুকও মুক্তি পেয়েছে।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content