মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

এবার দাদাগিরির মঞ্চে আসছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। নাচে, গানে জাহ্নবীর সঙ্গে মঞ্চ মাতাবেন দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রোমোতে দাদাগিরির এমনই কিছু দৃশ্য দেখা গিয়েছে। দাদার সঙ্গে ডেবিউ ছবি ‘ধড়ক’-এর ঝিংগাত গানে পা মেলাতে দেখা যাবে জাহ্নবীকে। অভিনেত্রীকে এক হাঁড়ি রসগোল্লা উপহার হিসেবে দেন সৌরভ। জাহ্নবী বাংলা বলতে পারেন কি না দাদার প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি শুধু একটা লাইন বলতে পারি। তাড়াতাড়ি করো’। আগামীকাল রবিবার রাত সাড়ে ন’টায় জি বাংলায় এই বিশেষ পর্বটি দেখা যাবে। এছাড়াও নিজেদের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প বলতে দাদাগিরির মঞ্চে অংশ নেবেন বাংলার ইউটউবাররা। এই শোয়ে থাকবেন বং গাই কিরণ দত্ত, ফেসবুকের নানান মজার ভিডিও করা ঝিলম গুপ্ত, প্রেতকথার গৌরব তপাদার, লাইফস্টাইল এবং ফিটনেসের ব্লগার ধ্রুব দে, তালপাতার সেপাই-এর প্রীতম দাস এবং সুমন ঘোষ এবং জিরোয়াট ফিল্মসের সৌম্যজিৎ ঘাোষ ও তাঁর মা মালা ঘোষ।
দাদাগিরি’র এই বিশেষ এপিসোডে কারা অংশগ্রহণ করবেন? কী করেন তাঁরা? বং গাই কিরণ দত্ত-কে কে না চেনে? এই কিরণ দত্ত মূলত রোস্টিং ভিডিও করে থাকেন। বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মজার ভিডিও করে থাকেন বং গাই। ফেসবুকে মজার মজার ভিডিও করে মানুষের মনে আনন্দ দেন ঝিলম গুপ্ত। এছাড়াও, তাঁর একটি বিশেষ গুণ হল মুখে আওয়াজ করে বাঁশি বাজাতে পারেন তিনি। জিরোয়াট ফিল্মসের সৌম্যজিৎ ঘোষ ও তাঁর মা মালা ঘোষ ফুড ব্লগ করেন। মা রান্না করে আর ছেলে তা চেখে দেখে। অনেক তারকারাও তাঁদের বাড়িতে খেতে যান। ভূতের গল্পের অডিও চ্যানেল ‘প্রেতকথা’ সঞ্চালনা করেন গোরব তপাদার। লাইফস্টাইল ও ফিটনেস বিষয়ে ব্লগ করেন ধ্রুব দে। নিজেরা গান বানিয়ে মিউজিক চ্যানেল তৈরি করেছেন প্রীতম দাস ও সুমন ঘোষ। মিউজিক ভিডিওটির নাম ‘তাল পাতার সেপাই’।

Skip to content