রবিবার ১০ নভেম্বর, ২০২৪


মায়ের সঙ্গে জাহ্নবী। ছবি: সংগৃহীত।

বলিউডে খুব অল্প সময়ের মধ্যেই নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন জাহ্নবী কাপুর। যদিও মেয়ের অভিষেক দেখে যেতে পারেননি অভিনেত্রীর মা শ্রীদেবী। ২০১৮ সালে জুলাই মাসে জাহ্নবীর ‘ধড়ক’ ছবি মুক্তি পায়। এই ছবির মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তাঁর। কিন্তু শ্রীদেবী তার আগেই প্রয়াত হন।
২০১৮ সালে ফেব্রুয়ারিতে ‘চাঁদনী’ খ্যাত অভিনেত্রী দুবাই গিয়েছিলেন পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে। সেখানেই প্রয়াত হন শ্রীদেবী। জাহ্নবী এখন তাঁর ‘বাওয়াল’ ছবির প্রচারে চূড়ান্ত ব্যস্ত। ছবির প্রচারের মাঝে একটি সাক্ষাৎকারে মা শ্রীদেবীকে স্মরণ করেছেন জাহ্নবী। ‘বাওয়াল’ ছবিটি পরিচালনা করছেন পরিচালক নীতেশ তিওয়ারি। গল্পের প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
আরও পড়ুন:

স্কুলে ভর্তির আগে সন্তানকে কী কী শেখাতেই হবে? শিশুকে এই সব সহজপাঠ অবশ্যই দিন

তাঁদের ৪৩ বছরের দাম্পত্য, দুই কন্যার বাবা-মা, তবুও এক ছাদের তলায় থাকেন না ধর্মেন্দ্র-হেমা মালিনী, কেন?

সমাজমাধ্যমে শ্রীদেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মায়ের সঙ্গে শৈশবে তোলা একটি ছবি পোস্ট করেন জাহ্নবী। লিখেছিলেন, ‘‘তোমাকে এখনও সর্বত্র খুঁজে বেড়াই মা। এখনও সেই কাজই করি যা তোমাকে গর্বিত করবে। যেখানেই যাই, যা কিছু করি—সব তোমাকে দিয়ে শুরু এবং শেষ হয়।’’
আরও পড়ুন:

এই ৫ ঘরোয়া টোটকায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে ওষুধের মতো

কিউআর কোড স্ক্যান করলেই বাজিমাত, চ্যাট ট্রান্সফারে নতুন আকর্ষণীয় ফিচার আনল হোয়াটসঅ্যাপ

জাহ্নবীর কথায়, মাকে হারানো তাঁর জীবনের সবচেয়ে বড় যুদ্ধে হারারই সমান। শ্রীদেবী কন্যা বলেন, ‘‘আমার জীবনের বড় যুদ্ধ ছিল মা। একদিকে ‘ধড়ক’ ছবির শুটিং, অন্যদিকে মায়ের এ ভাবে চলে যাওয়া—লড়াই খুবই কষ্টকর ছিল।’’ এটিই তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময় বলে জানান অভিনেত্রী। জাহ্নবী কথায়, ‘‘তখন ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার মনোবল তৈরি করা খুবই কঠিন ছিল। আমার জীবনের সবথেকে বড় যুদ্ধ ছিল এ সবের সমাধান খুঁজে বার করা।’’

Skip to content