ছবির মূল চরিত্রে অভিনেতা অমিত সাহা
পরিচালক সত্রাবিত পালের প্রথম ছবি ‘নিতান্তই সহজ সরল’ কবে আসতে চলেছে কলকাতায়? প্রান্তিক জীবন থেকে শুরু করে বাংলা চলচ্চিত্রে কলকাতাকেন্দ্রিকতা এবং নিতান্তই সহজ, সরল নিয়ে ‘সময় আপডেটস’-এর মুখোমুখি পরিচালক সত্রাবিত পাল।
‘নিতান্তই সহজ সরল’ যথার্থই সহজ, সরল ছবি।
● পরিচালক সত্রাবিত পালের প্রথম ছবি ‘নিতান্তই সহজ সরল’ কী বলবে নিজের প্রথম ছবি নিয়ে?
●● এই ছবিটা যে গল্পটা নিয়ে তৈরি করা সেই গল্পটা লেখা হয়েছিল ২০১৫-১৬ সাল নাগাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র ছিল আমারই বন্ধু কমলেশ। বিষয়বস্তুটার প্রথম আউটলাইনটা আমি ওর কাছ থেকেই পাই। ‘নিতান্তই সহজ সরল’ আসলে আমাদের ছোটবেলার সময়কার সেই কাঠি আইসক্রিমওয়ালার গল্প। আমার বাড়ি কোচবিহার জেলার হলদিবাড়িতে। হলদিবাড়ি মূলত এক প্রান্তিক মফস্বল এলাকা। ওপারে বাংলাদেশ। আমার বেড়ে ওঠা এই মফস্বলেই৷ আসলে আমার ছবির কেন্দ্রীয় চরিত্র এই মফস্বলেরই এক আইসক্রিমওয়ালা৷ যে সাইকেলের পেছনে একটা কাঠের বাক্সে কাঠি আইসক্রিম বিক্রি করে বেড়ায়, মফস্বল থেকে আরও ইন্টিরিয়রের গ্রামগুলোতে। কিন্তু নিজের পেশা নিয়ে তার কোনও উচ্চাকাঙ্ক্ষা নেই, এক অদ্ভুত আয়েশে সে চলে। চলাটাই তার একমাত্র লক্ষ্য। এভাবে কাটাতে কাটাতেই সে এক মেলার খবর পায় এবং মেলায় যাবার জন্য বেরিয়েও পড়ে কিন্তু তার গন্তব্যে সে আর পৌঁছতে পারে না। ওই পথের যাত্রাটুকুই তার থেকে যায়। আসলে একটা পথের গল্পই, একটা শেষ না-হওয়া জার্নিই আমার ছবির মূল চরিত্রকে নির্মাণ করেছে।
● এই যে একটা শেষ না হওয়া জার্নি, এটা কেন?
●● এটার একটা কারণ হল আমি আমার ছবির মূল চরিত্রকে আমার নিজের ভাবনার একটা প্রতিরূপ হিসেবে দেখতে চেয়েছিলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার জীবনে একটা গন্তব্য বা লক্ষ্য থাকলেও সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য যে যাত্রাটা ওই যাত্রাটুকুই আমার জীবনের মূল নির্যাস। আমার ছবির চরিত্রেরও যাওয়ার পথে অজস্র মানুষের সঙ্গে সাক্ষাৎ ঘটে। প্রতিটি মানুষেরই আলাদা আলাদা গল্প। গল্পের ভিতরে গড়ে ওঠা গল্প যে স্মৃতির কোলাজ তৈরি করে সেই কোলাজ নিয়েই এই ছবি। নিজের সাইকেলটা হারিয়ে ফেলে আবার সেটা খুঁজে পাওয়ার পরে যে অদ্ভুত আনন্দ পায় আমার ছবির আইস্ক্রিমওয়ালাটি, সেই ছোট ছোট আনন্দগুলোতেই জীবনের যে ডিটেইলিং, যে সূক্ষ্মতা সেইটুকুই ধরতে চাওয়া কেবল, আর কিছুই না। হালকা মজার মোড়কে একটা সহজ সরল স্মৃতির কোলাজ, এইটুকুই ‘নিতান্তই সহজ সরল’।