রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


পণ্ডিত শিবকুমার শর্মা

ফের সঙ্গীতজগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তী সঙ্গীতজ্ঞ এবং সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রেখে গেলেন স্ত্রী মনোরমা এবং পুত্র রাহুল শর্মাকে। জম্মুতে জন্ম নেওয়া পণ্ডিত শিবকুমার শর্মা তেরো বছর বয়সে সন্তুর শেখা শুরু করেন। ১৯৫৫ সালে মুম্বইতে তিনি প্রথম জনসম্মুখে কোনও অনুষ্ঠানে অংশ নেন। পণ্ডিত শিবকুমার শর্মাই বাদ্যযন্ত্র সন্তুরকে জনপ্রিয় করার জন্য সম্মান পেয়েছেন। আগে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ‘সন্তুর’ বাদ্যযন্ত্রের তেমন জনপ্রিয়তা না থাকলেও সেই যন্ত্রকে শিবকুমারই শাস্ত্রীয় সঙ্গীতের মূল ধারায় নিয়ে আসার কৃতিত্ব রেখেছেন ।
এছাড়াও, পন্ডিত শিবকুমার শর্মা ১৯৫৬ সালের ‘ঝনক ঝনক পায়েল বাজে’ সিনেমার একটি দৃশ্যের জন্য আবহ সঙ্গীত রচনা করেছিলেন। চার বছর পর, পণ্ডিত শিবকুমার শর্মা তাঁর প্রথম একক অ্যালবাম রেকর্ড করেন। পুত্র রাহুলও বাবার সন্তুরবাদক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন।

Skip to content