শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

শীঘ্রই দর্শকের দরবারে হাজির হবে বাপ্পার পরিচালিত নতুন হিন্দি ছবি ‘গিরগিট’। ধাগা প্রোডাকশনের ব্যানারে মুক্তি পাবে এই ছবি। ধাগা প্রোডাকশনের কর্ণধার শুভঙ্কর মিত্র এবং পরিচালক বাপ্পা, দুজনেই প্রথম হিন্দি ছবিতে ডেবিউ করলেন। তবে এটি বাপ্পার প্রথম হিন্দি ছবি হলেও ডিরেক্টরিয়াল ক্যারিয়ারে ‘গিরগিট’ দ্বিতীয় ছবি। সাসপেন্সে মোড়া একটি থ্রিলার ছবি হল ‘গিরগিট’। এই নতুন হিন্দির ছবি গল্প নিয়ে এখনই আর কিছু জানাতে চাননি পরিচালক। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ঈপ্সিতা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ডোনা মুন্সির মতো দক্ষ কলাকুশলীরা। এছাড়াও পায়েল মুখোপাধ্যায় ও প্রদীপ ভট্টাচার্যকেও অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে।

পরিচালক বাপ্পা জানান, ‘সমস্ত রকম সরকারি বিধিনিষেধ মেনেই ছবির শুটিং হয়েছে। আমাদের শুটিংয়ের কাজ সবেমাত্র শেষ হয়েছে। এরপর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। আপনাদের সকলের ভালোবাসা এবং শুভকামনা আমাদের সবসময় প্রয়োজন, কারণ আপনাদের ভালো ছবি উপহার দিতে পারাই একজন পরিচালক এবং পরিচালক টিমের সবথেকে বড় চ্যালেঞ্জ। শীঘ্রই আসতে চলেছে গিরগিট, গিরগিটকে ভালোবাসুন, পাশে থাকুন।”

ছবির প্রযোজকের দায়িত্বে রয়েছেন শুভঙ্কর মিত্র। হিন্দি ছবিতে এটাই তাঁর প্রথম ডেভিউ। যদিও এর আগে বাংলা ওয়েব সিরিজ ‘উৎসবের পরে’-তে তাঁকে প্রযোজক হিসেবে ইতিমধ্যেই দেখা গেছে।

ছবির সংগীত পরিচালনা করেছেন প্রাঞ্জল দাস এবং তাঁর সুরে গান গেয়েছেন ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, উজ্জয়িনী মুখোপাধ্যায়, লগ্নজিতা চক্রবর্তী ও রিমি দেব। ছবিতে সিনেমাটোগ্রাফি করছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়, এডিটের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি এবং আর্ট ডিরেক্টর ত্রিগুণা শংকর।

 


Skip to content