রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


জাতীয় পুরস্কার জয়ী গায়ক-সংগীত পরিচালক কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে মুম্বইয়ের খারের ‘ধুরন্ধর মার্গ’ এবং ‘অহিংস মার্গ’ চত্বরটিকে ‘হেমন্ত কুমার চক’ নামে নামাঙ্কিত করা হয়েছে। জন্মবার্ষিকীতে প্রয়াত সংগীতশিল্পীকে এ ভাবে শ্রদ্ধা জানানো হয়। হেমন্ত মুখোপাধ্যায় একটা সময় খারের এই স্কোয়ারটির কাছাকাছি গীতাঞ্জলি ভবনে থাকতেন। বৃহস্পতিবার ‘হেমন্ত কুমার চক’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়, পুত্রবধূ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়, নাতনি মেঘা মুখোপাধ্যায়, অভিনেতা দেব মুখোপাধ্যায়ের, গায়ক নীতিন মুকেশ, পরিচালক মধুর ভান্ডারকর, বিধায়ক আশিস শেলার প্রমুখ উপস্থিত ছিলেন। এই আনুষ্ঠানে দেখা যায়নি হেমন্ত কন্যা রানু মুখোপাধ্যায়কে। তিনি অবশ্য এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। কিংবদন্তি গায়কের জন্ম ১৯২০ সালের ১৬ জুন বারাণসীতে। বহুমুখী প্রতিভার অধিকারী এই সংগীতশিল্পী নানা ভাষায় গান গেয়েছেন। বহু জনপ্রিয় বাংলা ও হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছিলেন। বলিউডে তাঁর কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য, ১৯৬২ সালের ‘বিশ সাল বাদ’ এবং ১৯৬৪ সালে ‘কোহরা’। এছাড়া সাহেব বিবি অউর গুলাম, নাগিন, মিস মেরি, অনুপমা, দো দিল, খামোশি মতো ছবিতে তিনি কাজ করেছেন। ১৯৮৯ সালের ২৬ সেপ্টেম্বর ৬৯ বছর বয়সে কলকাতায় তিনি পরলোকগমন করেন।


Skip to content