মেট্রো স্টেশনে হেমা মালিনী।
সাধারণ মানুষের থেকে তারকারা নাকি যোজনখানেক দূরে থাকতে ভালোবাসেন। তাঁরা স্বাভাবিকভাবেই বিলাসবহুল জীবনে অভ্যস্ত। এমনই ধারণা সাধারণত জনসাধারণের। তবে হেমা মালিনী একেবারেই সেই পথ দিয়ে গেলেন না। নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো, অটোয় চেপে ঘুরছেন মুম্বই শহরে। তবে শখের জন্য গাড়ি ছেড়ে মেট্রোয় উঠেছেন, এমনটা মনে করার কিছু নেই।
কাজের সূত্রে জুহু থেকে মুম্বইয়ের পার্শ্ববর্তী শহরতলি দাসিহারে অভিনেত্রী যাচ্ছিলেন। তবে মুম্বইয়ের রাস্তায় সাধারণত অসম্ভব যানজট দেখা যায়। তাই ট্র্যাফিক এড়াতেই মেট্রোয় উঠলেন অভিনেত্রী। নিজের টুইটারে এই জয় রাইডের একগুচ্ছ ছবি দেন হেমা। অভিনেত্রী লেখেন, ‘‘গাড়িতে দাসিহার যেতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। তাই একঘেয়েমি কাটাতে মেট্রোয় উঠে পড়লাম। মাত্র আধঘণ্টায় গন্তব্যে পৌঁছে গেলাম। যেমন সুন্দর ভাবে পৌঁছে গেলাম তেমনই ঝকঝকে মেট্রোর পরিষেবা।’’
আরও পড়ুন:
সল্টলেকের তাপমাত্রার পারদ ছাড়িয়ে গেল ৪১ ডিগ্রি! কলকাতায় ৪০, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি
ভীষণ জ্বর, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না সামান্থার! ‘শকুন্তলম’ মুক্তির আগে অভিনেত্রীর কী হল?
অভিনেত্রী শুধু মেট্রোয় চড়েননি। তার পর তিনি ঘুরে বেড়ান অটোয় চেপে। ডিএন নগর থেকে জুহুতে তাঁর বাড়ি অবধি রাস্তা অটোতে করে যান হেমা। অভিনেত্রী বলেন, ‘‘কী দুর্দান্ত একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। ডিএন নগর থেকে জুহু নিজের বাড়ি পৌঁছলাম অটোয়। বাড়ির নিরাপত্তারক্ষী তো প্রায় বিশ্বাসই করতে পারছিল না, আমি অটোয় চেপে বাড়ি ফিরেছি। মেট্রোয় বহু মানুষের সঙ্গে পরিচয় হল, দারুণ কাটল দিনটা।’’