'ওগো শুনছো' নাটকে আশিস মুখোপাধ্যায়, শম্পা চক্রবর্তী, পল্লব চক্রবর্তী ও নন্দিতা মিস্ত্রি।
সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে-র সঙ্গীতানুষ্ঠান বা ওস্তাদ আমজাদ আলি খানের একক সরোদবাদনের অনুষ্ঠানের আয়োজন করে কল্লোলিনী তিলোত্তমায় একসময় সাড়া ফেলে দিয়েছিল ‘হারমোনিকা’। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, ওস্তাদ আমজাদ আলি খাঁ ছাড়াও রামকুমার চট্টোপাধ্যায়, বিমান মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ড. পবিত্র সরকার, সাবিত্রী চট্টোপাধ্যায়, মনোজ মিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট গুণীজনকে সম্মান-জ্ঞাপন করেছে এই স্বতন্ত্র স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংস্থা। সংস্কৃতির অন্তসারশূন্য গড্ডালিকা প্রবাহের বিপরীত স্রোতে ভাসতে ও সৃজনশীল, কৃষ্টিধর্মী সাংস্কৃতিক ধারাকে অক্ষুন্ন নিরবিচ্ছিন্ন রাখতেই হারমোনিকার নবপ্রয়াস নাট্য প্রযোজনা।
আগামী ২৪ মার্চ ২০২৩, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ছ’টায় যোগেশ মাইম আকাদেমি মঞ্চে (কালীঘাট মেট্রোর কাছে) হারমোনিকা-র প্রথম প্রযোজনায় এক সন্ধ্যায় দুটি নাটক মঞ্চস্থ হতে চলেছে। প্রসঙ্গত, উল্লেখ্য দর্শকের যাতায়াতের বিশেষ সুবিধার জন্যই দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত যোগেশ মাইম এখন নাট্যপ্রযোজনার ক্ষেত্রে সবিশেষ জনপ্রিয়। দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী প্রযোজনায় সেজে উঠেছে এই আকর্ষণীয় নাট্যসন্ধ্যা।
প্রথমে গৌরীশঙ্কর মুখোপাধ্যায়ের লেখা এক ব্যতিক্রমী নাটক আজকের রূঢ় বাস্তবের প্রতিচ্ছবি ‘জীবন যখন শুকায়ে যায়’। গৌরীশঙ্কর মুখোপাধ্যায় এবং সুজাতা সরকার অভিনীত এই নাটকে বর্তমান আর্থ-সামাজিক অবস্থায় দুটি মানুষের পারস্পরিক সম্পর্কের কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
দশভুজা: সেই ষোলো মিনিটের দূরত্ব কোনওদিন পূরণ হয়নি
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৫: নৌকো উল্টে সত্যেন্দ্রনাথের আইসিএস পড়তে যাওয়া বানচাল হতে বসেছিল
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৬: প্রাণী জগতের অন্যতম দায়িত্বশীল বাবা হল ড্রাগন ফিশ
দ্বিতীয় নাটকের রচয়িতা জিৎ সত্রাগ্নি। এক জোড়া দম্পতির দমফাটা কমেডি ‘ওগো শুনছো’। এক সাবেকী ‘ওগো হ্যাঁগো’ দম্পতির বাড়িতে ভাড়া এল এক কর্পোরেট চাকুরে কাপল। তাদের তুই-তোকারি প্রেম-বিবাহ। তাদের সহজ সরল বন্ধুত্ব খুনসুটি দেখে বাড়িওয়ালি গিন্নিমার আফসোস হয়। বিবাহিত জীবনটা এ ভাবে উপভোগ করা হল না। লুকিয়ে কমবয়েসি দাম্পত্য প্রেমের সাক্ষী হয়ে লজ্জাও পান। এ নিয়ে স্বামীর কাছে বকুনিও খান। কিন্তু এত প্রাপ্তির মধ্যেও হঠাৎই তাঁরা আবিস্কার করেন এক নিদারুণ সত্য। আলোর আড়ালে রাখা এক যন্ত্রণা। সাবেকী দম্পতি কী উপায়ে ঘটান—‘মধুরেণ সমাপয়েৎ’। সেই নিয়েই বিচিত্র মজায় ঠাসা দুর্দান্ত রোমান্টিক স্ট্রেসবার্স্টার জিৎ সত্রাগ্নি-র লেখা “ওগো শুনছো”। বয়স্ক দম্পতি জুটির অসামান্য চরিত্রে অভিনয় করছেন সুঅভিনেতা আশিস মুখোপাধ্যায় ও শম্পা চক্রবর্তী। কমবয়েসী কর্পোরেট-কাপল-এর জমজমাট অভিনয়ে রয়েছেন পল্লব চক্রবর্তী ও নন্দিতা মিস্ত্রি।
আরও পড়ুন:
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১১: সমস্ত বাধা সরে গেলে প্রকৃতিও তখন রাস্তা ছেড়ে দেয়
বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১১: গৃহকর্মে নিপুণা বনাম নিজের কাজে সিদ্ধা নারী
দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং, ২য় খণ্ড, পর্ব-৮: ‘ঈশ্বর… অদ্ভুত ম্যাজিক করেন, চাহিদা যত বেশি তিনি ততো কৃপণতা করেন’
এই দুটি নাট্য প্রযোজনার নেপথ্যে বিশিষ্ট কলাকুশলীরা হলেন— আলোয়: বাবলু সরকার। শব্দ ও প্রক্ষেপণ: কল্যাণ সরকার। মঞ্চে: অজিত রায়। পোশাক: অন্তরা দাশগুপ্ত এবং রূপসজ্জা: অতসী মণ্ডল ও জয়িতা মণ্ডল। সমগ্র ব্যবস্থাপনায় হারমোনিকার সদস্যবৃন্দ।
'জীবন যখন শুকায়ে যায়' নাটকে গৌরীশঙ্কর মুখোপাধ্যায়।
দুটি অনবদ্য নাটকের নির্দেশনায় রয়েছেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব গৌরীশঙ্কর মুখোপাধ্যায়। ছেঁড়াতার, চার অধ্যায়, দশচক্র, রাজা, রক্তকরবী, পুতুলখেলা, রাজা অয়দিপাউস, বাকি ইতিহাস, চুপ! আদালত চলছে, ডাকঘর, মৃচ্ছকটিক, গ্যালিলিও, রাজদর্শন, আগুনের পাখি ছাড়াও এরকম অসংখ্য উজ্জ্বল নাটক যে নাট্যদলের প্রযোজনা-তালিকায় বা বিজন ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, শম্ভু মিত্র, গঙ্গাপদ বসু, তৃপ্তি মিত্র, খালেদ চৌধুরী, তাপস সেন, অমর গঙ্গোপাধ্যায়, সবিতাব্রত দত্ত, কুমার রায় শাঁওলী মিত্রের মতোই আরও অনেক নাট্যতারকারা যে দলের ঐশ্বর্য ৭৫-এ পা রাখা সেই বহুরূপীর অনন্য ইতিহাসের উত্তরাধিকার থেকে, অভিনয়ের প্রতি সেই সুকঠিন আনুগত্য, মনন ও মর্যাদায় সেই স্বকীয় বৈশিষ্ট্যে জারিত হয়েছেন গৌরীশঙ্কর মুখোপাধ্যায়। তিনি সুদীর্ঘ তিন দশক বহুরূপীতে অভিনয় করেছেন ও সাম্প্রতিকতম বহুরূপী প্রযোজিত জিৎ সত্রাগ্নি’র লেখা ‘রোদ্দুর ও অমলকান্তি’ নাটকের নির্দেশনা ছাড়াও এ নাটকের মূখ্যচরিত্র “অমলকান্তি”র ভূমিকায় অসামান্য অভিনয় করেছেন।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-২৭: আপন হতে আপন জন ‘রাইকমল’
চেনা দেশ অচেনা পথ, পর্ব-১০: স্থাপত্য ছাড়িয়ে অভয়ারণ্য
বিধানে বেদ-আয়ুর্বেদ, আমবাতের সমস্যায় ভুগছেন? ভালো থাকবেন এই ঘরোয়া উপায়গুলি মেনে চললে
পাশাপাশি সাহিত্যিক-নাট্যকার জিৎ সত্রাগ্নি একের পর এক বিষয় বৈচিত্রে সমৃদ্ধ নাটক ও সাহিত্যকর্মের স্রষ্টা। বহুরূপীর উল্লেখিত নাটক ছাড়াও মাঙ্গলিকের ‘বাপু’, লোককৃষ্টির ‘ছুমন্তর’ ও ‘পুনরায় রুবী রায়’ নাট্যরঙ্গের ‘ভুচু দ্য গ্রেট’ ও “অসমাপ্ত অপ্রকাশিত’, থেস্পিয়ান্সের ‘উইটনেস’ বা কোরাসের ‘চিলেকোঠায়’ নাটকগুলি নাট্যকাহিনীর বুনটে ও ভাবনায় একেবারে অন্যস্বাদের অন্যধারার। সেই সঙ্গে জিৎ সত্রাগ্নি’র জনপ্রিয় উপন্যাস ‘পূর্বা আসছে’, বা সময় আপডেটসে প্রকাশিত ৫২ পর্বের ধারাবাহিক উপন্যাস ‘বসুন্ধরা এবং… ১ম খণ্ড’ বা এই মূহূর্তে প্রকাশ হতে থাকা ‘বসুন্ধরা এবং… ২য় খণ্ড’ সম্পূর্ণ ভিন্ন ধারায় ভিন্নখাতে বয়ে যাওয়া একই সঙ্গে জনপ্রিয় ও বৈচিত্রপূর্ণ রচনা।
হারমোনিকার পক্ষে এই অভিনব নাট্যসন্ধ্যার সমগ্র পরিকল্পনা ও বিন্যাসে রয়েছেন প্রতিষ্ঠাতা সম্পাদক শিবেন দাশগুপ্ত। এই মানুষটি অতীতের বহু ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানের মুখ্য আয়োজক। তিনি জানালেন, ‘হারমোনিকার নবতম এই উদ্যোগে অত্যন্ত গুণী নির্দেশক গৌরীশঙ্কর মুখোপাধ্যায় ও এই সময়ের আলোচিত নাট্যকার জিৎ সত্রাগ্নি-কে একসঙ্গে পাশে পেয়ে হারমোনিকা গর্বিত। ২৪ মার্চের কালীঘাট যোগেশ মাইমের নাট্যসন্ধ্যায় দুটি নাটকের সঙ্গে সঙ্গে হারমোনিকার চমক এই দুই স্রষ্টা, যাঁরা একে অপরের পরিপূরক।’ অনলাইনে থার্ডবেল মোবাইল অ্যাপে ( নিচে দেওয়ালিঙ্কে) যেকোন সময় টিকিট সংগ্রহ করা যাবে।