পরিচালক হনসল মেহতা। ছবি: প্রতীকী।
বলিউডে এই মুহূর্তে চর্চায় পরিচালক হনসল মেহতা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত ওয়েব সিরিজ ‘স্কুপ’। হনসল পরিচালিত মুম্বইয়ের অপরাধ বিষয়ক সাংবাদিক জিগনা ভোরার জীবনী অবলম্বনে তৈরি ‘স্কুপ’ নিয়ে এখন জোরদার চর্চা চলছে। করিনা কাপুরকে নিয়ে একটি থ্রিলারও বানাচ্ছেন পরিচালক।
কিছু দিন হল পরিচালক বেশ পেটের সমস্যায় ভুগছেন। পেটের সংক্রমণের জেরে তিনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। এ নিয়ে হনসল মুম্বই সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। বিষয়টি নিয়ে হনসল মেহতা টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন, “আমার পেটে বাড়াবাড়ি রকমের সংক্রমণ হয়েছে। কোনও কিছু খাওয়ার আগেই পেটের সমস্যা হচ্ছিল। চিকিৎসার জন্য আমি আমাদের পারিবারিক চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলাম। তিনি জানালেন, এই একই রকম সমস্যা নিয়ে আরও অনেকে তাঁর কাছে এসেছেন। সবারই প্রায় একই উপসর্গ। কয়েক জন হাসপাতালে ভর্তিও হতে হয়েছেন। আমার মনে হয়, পানীয় জল থেকেই এই সমস্যা হচ্ছে।”
আরও পড়ুন:
অজানার সন্ধানে: এক লিটার পেট্রলে গাড়ি ছুটবে ১০০ কিমি! যুগান্তকারী যন্ত্র আবিষ্কার করেও রহস্যজনক ভাবে উধাও হন বিজ্ঞানী ওগলে
অভিনেত্রীর জীবনের সবচেয়ে বড় ‘যুদ্ধ’ কী? জানালেন জাহ্নবী
হনসল যে বিষয়টি নিয়ে বেশ বিরক্তি, তা তাঁর লেখাতেই স্পষ্ট। মুম্বই আর্থিক এবং অন্যান্য অনেক দিক থেকেই দেশের অনেক শহরের থেকে কয়েক কদম এগিয়ে। তা সত্ত্বেও এখানে জলের কারণে এরকম সমস্যা হবে এমনটা তিনি আশা করেননি। তিনি আরও বলেন, “মুম্বইকে বলা হয় দেশের অর্থনীতির রাজধানী। এই শহরে দু’জন মাথা, তার পরেও বিশুদ্ধ জল পাওয়া যায় না। তীব্র যানজটের জেরে রাস্তায় বার হওয়ার উপায় নেই। খুবই লজ্জাজনক বিষয়টা।”