করোনা আবহের দীর্ঘ অমারাত্রি পার করে অবশেষে দু’বছর পরে আবার ধীরে ধীরে জেগে উঠছিল প্রেক্ষাগৃহগুলি, আর সেই জাগরণ বসন্তের মাতালবেলার রঙে রেঙে উঠল পরিচালক সঞ্জয় লীলা বনশালি নির্মিত ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র হাত ধরে। নিন্দুকদের যাবতীয় কুৎসার জবাব দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট তার অভিনয় ক্ষমতার মধ্যে দিয়ে। সমস্ত কুৎসার বিরূদ্ধে অভিনেত্রী কোনও কথাই বলেননি, কেবল কথা বলেছে তার যোগ্যতা। মুক্তির প্রথম দিনেই ১০ কোটি টাকা ব্যবসা করে আলিয়া ভাট অভিনীত ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’।
সাফল্যের এই তালিকায় এবার যুক্ত হল রাধাকৃষ্ণ কুমার পরিচালিত ছবি ‘রাধে শ্যাম’-এর নাম। বলিউড ফের উত্তাল প্রভাস ঝড়ে। ‘বাহুবলী’র পর এই ছবিতে হস্তরেখাবিদের ভূমিকায় দেখা গিয়েছে প্রভাসকে। ১১ মার্চ গুলশন কুমার ওটিটি সিরিজের ব্যানারে এবং ইউভি ক্রিয়েশনের প্রযোজনায় মুক্তি পেয়েছে প্রভাস ও পূজা হেগড়ের জুটিতে প্রথম ছবি ‘রাধে শ্যাম’। মুক্তির তিনদিনের মধ্যে বক্স অফিসে ১৫১ কোটির ব্যবসা করল এই ছবি। প্রভাস নিজেও বিস্মিত এহেন অভূতপূর্ব সাফল্যে। স্বভাবতই আত্মবিশ্বাসের হাসি দেখা দিয়েছে পরিচালকের মুখে।
ছবিতে শোনা গিয়েছে অমিতাভ বচ্চনের কন্ঠস্বর। কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও-এর সম্পাদনায় এবং ভূষণ কুমারের প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাধে শ্যাম’-এর শ্যুটিং হয়েছে ইতালি, জর্জিয়া ও হায়দরাবাদে।
ছবিতে শোনা গিয়েছে অমিতাভ বচ্চনের কন্ঠস্বর। কোটাগিরি ভেঙ্কটেশ্বর রাও-এর সম্পাদনায় এবং ভূষণ কুমারের প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাধে শ্যাম’-এর শ্যুটিং হয়েছে ইতালি, জর্জিয়া ও হায়দরাবাদে।