শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মিয়া খলিফা ও সলমন খান। ছবি: সংগৃহীত।

নীল ছবির জগতে তিনি চর্চিত নায়িকা। লস এঞ্জেলসের বাসিন্দা। খুব কম দর্শকই আছেন যাঁদের সঙ্গে তাঁর নামের সঙ্গে পরিচিতি ঘটেনি। তিনি নীল ছবির দুনিয়ার নায়িকা মিয়া খলিফা।
আগামী ১৭ জুন থেকে ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজন শুরু হতে চলেছে। মিয়াকে নাকি সেখানেই দেখা যাবে। ভারতীয় কোনও প্ল্যাটফর্মে এই প্রথম দুষ্টু ছবির নায়িকা মিয়া খলিফাকে দেখা যাবে। যদিও মিয়া এ নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। যদিও সূত্রের খবর, মিয়া ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজনে প্রস্তাব পেয়েছেন। সেখানে ওয়াইল্ড কার্ড এন্টি হিসেবে নায়িকার আত্মপ্রকাশ হবে।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: শুধু শরীরের জন্য নয়, ত্বকের যত্নেও সমান উপকারী আখের রস

‘আরআরআর’-এর সাড়াজাগানো সাফল্য অতীত! এ বার পরিচালনা ছেড়ে কোন দিকে মন দিলেন রাজামৌলি?

২০২২ সাল থেকে জনপ্রিয় এই রিয়্যালিটি শোয়ের ওটিটি সংস্করণ ‘ভুট’ অ্যাপের পর্দায় দেখা যাচ্ছে। এ বার এর দ্বিতীয় সিজন শুরু হতে চলেছে। প্রথম সিজনে কর্ণ জোহর ‘বিগ বস ওটিটি’-র সঞ্চালক ছিলেন। এ বার সলমন খান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। বরাবরই ব্যক্তিগত জীবনে বিতর্কিত ব্যক্তিত্বরাই এই শো-তে অগ্রাধিকার পেয়ে এসেছেন। এ বছরের প্রতিযোগী-তালিকায় মিয়া ছাড়াও আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকি। তুনিশা শর্মা মৃত্যু মামলায় অভিযুক্ত শিজান খানের বোন ফলক নাজ।
আরও পড়ুন:

গানে সুর দিতে পারছিলেন না রহমান কিছুতেই! ছবি থেকে তাঁকে বাতিল করতে এসে কেঁদে ফেললেন মণি রত্নম

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩: গায়ে আমার পুলক লাগে

মিয়া আপাতত পর্ন-দুনিয়া থেকে অবসর নিয়েছেন। অবশ্য এর জন্য তাঁর জনপ্রিয়তা একটুও কমেনি। সেই মিয়া খলিফা এবার বিগ বসের অন্দরে। এর আগে সানি লিওনিও পর্ন দুনিয়া থেকে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন। তার পরে বলিউডে সুযোগ পান। মিয়া খলিফার ক্ষেত্রেও এরকম কিছু ঘটবে?

Skip to content