বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার
কিংবদন্তী পরিচালক তরুণ মজুমজদারের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। ৭ দিন হল তিনি এসএসকেএম হাসাপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, চেতনার মাত্রা ক্রমশ কমতে থাকায় বাড়ছে আচ্ছন্নভাব। পরিচালকের আচ্ছন্ন ভাব বেড়েছে, শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। তাঁর সেপ্টিসেমিয়া ধরা পড়েছে। হৃদযন্ত্র, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছেন। চেস্ট ইনফেকশনও আছে। ন্যাজাল ক্যানুলার সাহায্যে অক্সিজেন দিয়ে পরিচালকের রক্তে অক্সিজেনের মাত্রা পৌঁছচ্ছে কমবেশি ৯৫ শতাংশ। প্রতি মিনিটে ৪-৬ লিটার অক্সিজেন দেওয়াও হচ্ছে তাঁকে। ৯২ বছরের পরিচালককে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। এই তরুণ মজুমজদারের পুরো শারীরিক পরিস্থিতি চিকিৎসকদের বেশ ভাবাচ্ছে। তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষ, চেস্ট মেডিসিনের চিকিৎসক সোমনাথ কুণ্ডু, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরি, নিউরো মেডিসিনের চিকিৎসক বিমান রায় এবং কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল।
সত্তর দশকের অন্যতম সেরা পরিচালক কেমিস্ট্রির ছাত্র তরুণ মজুমদার ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘বালিকা বধূ’, ‘কাচের স্বর্গ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, কুহেলি, ফুলেশ্বরী, ‘আপন আমার আপন’, পলাতক, নিমন্ত্রণ, সংসার সীমান্তে ‘চাঁদের বাড়ি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’-সহ একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এর মধ্যে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য ১৯৬২ সালে তিনি জাতীয় পুরস্কারও পান। তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন।
সত্তর দশকের অন্যতম সেরা পরিচালক কেমিস্ট্রির ছাত্র তরুণ মজুমদার ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘বালিকা বধূ’, ‘কাচের স্বর্গ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’, কুহেলি, ফুলেশ্বরী, ‘আপন আমার আপন’, পলাতক, নিমন্ত্রণ, সংসার সীমান্তে ‘চাঁদের বাড়ি’, ‘ভালবাসা ভালবাসা’, ‘আলো’-সহ একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এর মধ্যে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য ১৯৬২ সালে তিনি জাতীয় পুরস্কারও পান। তিনি পদ্মশ্রী সম্মানও পেয়েছেন।