রবিবার ১০ নভেম্বর, ২০২৪


হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অনীক দত্ত।

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরিচালক অনীক দত্ত। সাত দিন পরে ১৬ জানুয়ারি সোমবার পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। ফুসফুসের সংক্রমণ নিয়ে গত মঙ্গলবার ১০ জানুয়ারি দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে পরিচালককে ভর্তি করা হয়েছিল। অনীককে আইটিইউতে রাখা হয়েছিল। পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত জানিয়েছিলেন, পরিচালকের দীর্ঘ দিন ধরে সিওপিডি-র সমস্যা ছিল।
ঘনিষ্ট মহল সূত্রে জানা গিয়েছে, পরিচালক আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন। ফুসফুসের সংক্রমণের প্রয়োজনীয় চিকিৎসা হয়েছে। চিকিৎসকরা তাঁকে কিছু দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। অনীক কন্যা ঐষী দত্তর কথায়, ‘‘আগের থেকে বাবা এখন অনেকটাই ভালোই আছেন। তাঁকে দু’সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। সেই সঙ্গে তাঁর রুটিন চেকআপও চলবে।’’
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২০: মেলা থেকে ফিরে ‘অন্নপূর্ণার মন্দির’

ইংলিশ টিংলিশ; মাধ্যমিকে ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার উপায় কি? দেখে নাও আজকের বিষয়: Seen Comprehension

সূত্রের খবর, পরিচালকের কিছু দিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁর মঞ্চে ওঠানামা করতেও কিছুটা অসুবিধা হচ্ছিল বলে জানা গিয়েছে। যদিও অনীক হাসপাতালে যেতে চাইছিলেন না। কিন্তু সোমবার রাতে হঠাৎ করে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এক এমন পরিস্থিতিও হয় যে তিনি ঠিক মতো শ্বাস নিতে পারছিলেন না। মঙ্গলবার ১০ জানুয়ারি তাঁকে বাড়ির কাছে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি পরিচালক অনীক দত্ত ব্যস্ত ছিলেন তাঁর নতুন ছবি ‘যত কাণ্ড কলকাতায়’ ছবির কাজ নিয়ে। ‘যত কাণ্ড কলকাতায়’ ছবিতে উদযাপন করা হবে বাঙালির প্রিয় গোয়েন্দার ‘মগজাস্ত্র’কে।

Skip to content