মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫


অবশেষে বিয়ে হল ‘রুদ্র’ ও ‘নিপা-র’

ফিল্মি স্টাইলে সকলের চোখে ধুলো দিয়ে বিয়ে। বাড়ি থেকে পালিয়ে গুন্ডা পেটানোর গুদামঘরেই বিয়ে সারলেন মিঠাইরানির আদরের ছোট ননদ নিপা। ফাহিম গরদের পাঞ্জাবি পরে পাশে টুকটুকে লাল শাড়ি, সিঁথি রাঙানো সিঁদুরে ঐন্দ্রিলা সাহা। সেই দৃশ্য দেখে উল্লসিত অনুরাগীরা। শেষমেষ বয়সে ছোট, বন্ধুর বোন নিপাকেই বিয়ে করেছেন গুরুগম্ভীর আইপিএস অফিসার রুদ্র।
বিয়ে তো সারলেন কিন্তু মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন নব দম্পতি? তা দেখতে মুখিয়ে আছেন মিঠাই ভক্ত দর্শকরা। এ প্রসঙ্গে ঐন্দ্রিলা ওরফে নিপার কথায়, এখন এই করোনা পরিস্থিতিতে বাইরে যাওয়া ঠিক নয়। তাই মোদক পরিবারের ‘হল্লা পার্টি’র সঙ্গেই হুল্লোড়ে মাততে চাই।

Skip to content