অ্যাটলি কুমার দক্ষিণের অন্যতম জনপ্রিয় পরিচালক। তাঁর স্বপ্ন ছিল একদিন তিনি পরিচালক হবেন। ১০ বছর আগে ফটোশপ করে শাহরুখের সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমের পাতায় দিয়েছিলেন অ্যাটলি। যদিও তাঁকে নিয়ে বিতর্কও আছে। সম্প্রতি এমন অভিযোগও উঠেছে, ‘জওয়ান’ তৈরিতে তিনি নাকি একটি তামিল ছবি থেকে টুকেছেন। আগেও তাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে সাফল্যে সেই সব বিতর্কই পরাজিত।
অ্যাটলি কুমারের প্রথম হিন্দি ছবি সেই শাহরুখ খানের সঙ্গে। আর প্রথম ছবিই সুপারহিট। একটা সময় ছিল যখন এই অ্যাটলিকেই কেউ ভরসা করেননি। প্রযোজকেরা ছবি করার জন্য ৩০ কোটি টাকা ঢালতে চাননি। আর সেই জায়গায় শাহরুখ পরিচালক অ্যাটলিকে ভিডিয়ো কলেই ‘জওয়ান’-এর জন্য কত টাকা বাজেট দিয়েছিলেন?
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-২৯: তুনে ও রঙ্গিলে ক্যায়সা জাদু কিয়া… লতার সেই সুরেলা কণ্ঠ ও পঞ্চমের জাদু
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪: সুন্দরবনের মৎস্যদেবতা মাকাল
মাত্র ৮ দিনে দেশের বাজারে ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। বিশ্বব্যাপী আয়টা তার দ্বিগুণ। শুক্রবার মুম্বইয়ের যশরাজ স্টুডিয়োতে বিকেলে ‘জওয়ান’-এর সাফল্য উদ্যাপনের অনুষ্ঠান হয়। সেখানে সাংবাদিকদের শাহরুখ বললেন, ‘‘জওয়ান ছবির জন্য চার বছর ধরে জুড়ে রয়েছি। মাঝে করোনা অতিমারি হাজির হয়। আজকে পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি।’’
আরও পড়ুন:
বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৭৩: সব জলাধারকে মাছ চাষের আওতায় আনলে মাছের ফলন উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব
মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-৬: খামার সিতাই বুড়া শিবমন্দির —এক অনালোকিত দেবায়তন
ছবির সাফল্য উদ্যাপনের দিন পরিচালক অ্যাটলি কুমার ছবির বাজেট নিয়ে মুখ খুললেন। অ্যাটলির কথায়, ‘‘আমার বেশ মনে আছে তখন অতিমারি চলছে। সেই সময় একদিন জুম কলে জওয়ান ছবির গল্পটা স্যারকে (শাহরুখ) শোনাই। তখন কেউউ সিনেমা হলে ছবি দেখতে যাচ্ছেন না। ইন্ডাস্ট্রি আতঙ্কিত। কোনও প্রযোজকই জওয়ান ছবির বানানোর জন্য ৩০ কোটি টাকাও দিতে রাজি নন। কিন্তু স্যার আমাকে প্রথমেই ৩০০ কোটি টাকার বাজেট দিয়ে দেন। যদিও আমরা ৩০০ কোটিতেও থামিনি। আরও অনেকটা বাজেট বেড়েছে। তার জন্যই মাত্র তিন দিনে জওয়ান ছবি ব্লকবাস্টার হতে পেরেছে। আমরা আনন্দিত।’’