শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অনীক দত্ত।

পরিচালক অনীক দত্তের শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। যদিও পরিচালককে অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে। ৬২ বছরের অনীককে এখনও ‘আইটিইউ’-তেই রাখা হয়েছে। তাঁর প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা চলছে।
মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। পরীক্ষায় ‘সিওপিডি’ও ধরা পড়েছে। পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত জানিয়েছেন, পরিচালকের সিওপিডি-র সমস্যা দীর্ঘ দিন ধরেই রয়েছে। দিন কয়েক আগেও অনীক চিকিৎসকের কাছে গিয়েছিলেন রুটিন চেকআপে জন্য।
আরও পড়ুন:

পরিচালক অনীক দত্ত অসুস্থ, ভর্তি হাসপাতালে

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে

সূত্রের খবর, পরিচালকের কিছু দিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। রবিবার তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁর মঞ্চে ওঠানামা করতেও কিছুটা অসুবিধা হচ্ছিল বলে জানা গিয়েছে। যদিও অনীক হাসপাতালে যেতে চাইছিলেন না। কিন্তু সোমবার রাতে হঠাৎ করে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এক এমন পরিস্থিতিও হয় যে তিনি ঠিক মতো শ্বাস নিতে পারছিলেন না। তৎক্ষণাৎ তাঁকে বাড়ির কাছে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুন:

খাই খাই: একঘেয়ে কাতলা? স্বাদবদল করুন ‘কমলা কাতলা’ রেসিপিতে! রইল সহজ রেসিপি

চিনে দাপট দেখাচ্ছে করোনা সংক্রমণ, ভারতে বাড়ন্ত, কড়া পদক্ষেপের তিন সপ্তাহ পর দেশের পরিস্থিতি কেমন?

উল্লেখ্য, সম্প্রতি পরিচালক অনীক দত্ত ব্যস্ত ছিলেন তাঁর নতুন ছবি ‘যত কাণ্ড কলকাতায়’ ছবির কাজ নিয়ে। ‘যত কাণ্ড কলকাতায়’ ছবিতে উদযাপন করা হবে বাঙালির প্রিয় গোয়েন্দার ‘মগজাস্ত্র’কে।

Skip to content