পরিচালক অনীক দত্ত।
পরিচালক অনীক দত্ত অসুস্থ। মঙ্গলবার তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফুসফুসে সংক্রমণের জন্য তাঁর ভর্তি করা রয়েছে। এখন তিনি আইসিইউতে রয়েছেন। পরিচালকের স্ত্রী সন্ধি দত্ত জানিয়েছেন, পরিচালকের সিওপিডি-র সমস্যা দীর্ঘ দিন ধরেই রয়েছে। দিন কয়েক আগেও অনীক চিকিৎসকের কাছে গিয়েছিলেন রুটিন চেকআপে জন্য।
সূত্রের খবর, পরিচালকের কিছু দিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। রবিবার তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাঁর মঞ্চে ওঠানামা করতেও কিছুটা অসুবিধা হচ্ছিল বলে জানা গিয়েছে। যদিও অনীক হাসপাতালে যেতে চাইছিলেন না।
আরও পড়ুন:
জাঁকিয়ে শীত কি তবে শেষের পথে? পশ্চিমি ঝঞ্ঝার জেরে দুর্বল উত্তুরে হাওয়াও, ফের ঊর্ধ্বমুখী কলকাতায় পারদ
অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-২: অনন্তের সন্ধান আর সেই দরজার তালা ও চাবি তো তাঁর কাছেই রাখা আছে
কিন্তু সোমবার রাতে হঠাৎ করে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এক এমন পরিস্থিতিও হয় যে তিনি ঠিক মতো শ্বাস নিতে পারছিলেন না। তৎক্ষণাৎ তাঁকে বাড়ির কাছে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাঁর চিকিৎসা চলছে।