'ধোঁয়াশা' ছবির প্রিমিয়ারে।
শিল্পী ক্রিয়েশনস এবং মুভি বাগসের নিবেদন ‘ধোঁয়াশা দ্য মিস্ট্রি’র ধূমধাম সহকারে প্রিমিয়ার অনুষ্ঠিত হল রোটারি সদনের অডিটোরিয়ামে গত সোমবার দুপুরে। আমন্ত্রিতদের জন্য সীমাবদ্ধ ছিল এই ছবির প্রদর্শন। ছবির লেখক, পরিচালক ও প্রযোজক হলেন সুজয় চক্রবর্তী।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪২: অ্যান্টিবায়োটিক খেলেই গন্ডগোল?
উত্তম কথাচিত্র, পর্ব-৫০: স্বপ্নের ‘যাত্রা হলো শুরু’
চিত্রনাট্যকার ও সৃজনের দায়িত্বে শিল্পী চক্রবর্তী। উপস্থিত ছিলেন অভিনেতা তমাল রায় চৌধুরী ও অভিনেত্রী ডাক্তার দীপান্বিতা হাজারী। শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধান শিল্পীরা। যাঁদের মধ্যে ছিলেন শিল্পী চক্রবর্তী, সুজয় চক্রবর্তী, রাজিকা মজুমদার, লুনা মুখোপাধ্যায় স্রফ প্রমুখ শিল্পীরা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ছবির বিশিষ্ট শিল্পী ড. শঙ্কর ঘোষ। দর্শক, সমালোচকরা ভালো লেগেছে ছবিটি দেখে।