শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। তাঁর পর পর হার্ট অ্যাটাক হয়েছে। এখন তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল নয়। দেওয়া হয়েছে ‘সিপিআর’।
হাসপাতাল সূত্রে মঙ্গলবার জানা গিয়েছিল, স্ক্যানের রিপোর্ট হাতে এসেছে। সেই রিপোর্টে দেখা যাচ্ছে ব্রেন স্ট্রোকের পর অভিনেত্রীর মাথার যে অংশে অস্ত্রোপচার হয়েছিল তাঁর উলটো দিকে রক্তজমাট বেঁধেছে। বিষয়টি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।
চিকিৎসকদের বক্তব্য, আগের ওষুধ পরিবর্তন করে এখন নতুন অ্যান্টিবায়োটিক চালু করা হয়েছে। এতে শরীর সাড়া দেয় কি না, দেখার জন্য তাঁকে বিশেষ ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন:

আপাতত আর অভিনয় নয়, লাল সিং চাড্ডার ব্যর্থতার পর ঘোষণা আমিরের! এখন তিনি কী করবেন? দেখুন

কলকাতায় আরও পারদপতন, শীতের শিরশিরানি ভাব অব্যাহত বাংলা জুড়ে

যে অংশে নতুন করে রক্তজমাট বেঁধেছিল তা অস্ত্রোপচার করা সম্ভব নয় বলে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। সংক্রমণ যে যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে সেই ইঙ্গিত হাসপাতাল সূত্রে আগেই দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:

হার্ট অ্যাটাক নীরবেও হতে পারে! কোন উপসর্গ দেখে সতর্ক হবেন? জেনে নিন ডাক্তারবাবুর পরামর্শ

দশভুজা: যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১

ঐন্দ্রিলার সেরে ওঠার একটা আশা দেখা যাচ্ছিল গত সপ্তাহতের দিকে। কিন্তু চলতি সপ্তাহে পরিস্থিতি বদলে যায়। এতে সতীর্থ থেকে কাছের মানুষ সবাই চিন্তিত হয়ে পড়েন। সতীর্থরা আরও চিন্তিত হয়ে পড়েন সোমবারের অভিনেত্রীর বন্ধু সব্যসাচী চৌধুরীর পোস্ট দেখে। সোমবার সব্যসাচী অভিনেত্রীর জন্য মন থেকে প্রার্থনার অনুরোধ করেছিলেন সমাজমাধ্যমে। সব্যসাচী তাঁর পোস্টে লেখেছেন, ‘‘কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।’’

Skip to content