বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


শাহরুখ খান। ছবি: সংগৃহীত।

২০১৮ সালটা ভালো যায়নি কিং খানের। শাহরুখ খান অভিনীত ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। শুধু ‘জিরো’ নয়, একের পর ছবির ব্যর্থতা! তার উপর গোদের উপরে বিষফোড়া মতো হাজির হয় অতিমারি ও লকডাউনের কোপ। শাহরুখ কমবেশি চার বছর বড় পর্দা থেকে দূরে ছিলেন।
তবে বছর জানুয়ারি মাসে বাদশার প্রত্যাবর্তন ঘটেছে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল ‘পাঠান’ ছবি। বছরের প্রথম ছবিই বক্স অফিসে সাড়া ফেলে দেয়। দুনিয়া জুড়ে ছবিটি প্রায় ১১০০ কোটি টাকার ব্যবসা করে। এর পরে মুক্তি পায় ‘জওয়ান’। এই ছবিটিও সুপারহিট হয়। শেষে বড়দিনের মরসুমে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ‘ডাঙ্কি’। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’ একই বছরে পর পর তিনটি ছবি সুপারহিট।
আরও পড়ুন:

পরিযায়ী মন, পর্ব-১৮: পীঠস্থানের প্রতি-বেশিরা

মাথায় খুব খুশকি? চুলও পড়ছে? চুলের স্বাস্থ্যে জাদুর মতো কাজ করে কারি পাতা

নতুন বছরে শাহরুখের কী পরিকল্পনা? চলতি বছরে কি শাহরুখের কোনও ছবি মুক্তি পাবে না? না কি হিটের হ্যাটট্রিক তিনি এ বার অবসর নেবেন? সম্প্রতি শাহরুখ দুবাইতে ওয়ার্ল্ড গভার্নমেনটস সামিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি তাঁর ফিল্মি কেরিয়ারের চড়াই-উতরাই নিয়ে অনেক কথা বলেন। ২০২৫ সালে তাঁর অভিনীত কোনও ছবির কথা শোনা যায়নি। তাহলে কি ২০২৩ সালে হিটের হ্যাটট্রিকের পর এ বার তিনি অবসর নেবেন? যদিও শাহরুখ জানিয়ে দেন, তিনি এখনও হেসে খেলে আরও ৩০ বছর অভিনয় করবেন। তবে বাদশা এও জানিয়েছেন, জীবনের শেষ ছবিটি খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ছবির জন্য শাহরুখ দর্শকদের অনুরোধ করবেন উর্দু ও অ্যারাবিক শেখার জন্য। অভিনেতা চান তাঁর অভিনীত শেষ ছবিটি যাতে সারা বিশ্বের দর্শক দেখতে পান।

Skip to content