শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


১৯৪২: আ লভ স্টোরি ছবিতে অনিল ও মনীষা। (ডান দিকে) বিধু বিনোদ চোপড়া।

‘১৯৪২: আ লভ স্টোরি’ একটি জনপ্রিয় ছবি। আজও এই সিনেমাটির একাধিক দৃশ্যে অনেকের মনে থেকে গিয়েছে। ছবিটি পরিচালনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া। ‘১৯৪২: আ লভ স্টোরি’ ছবিতে মনীষা কৈরালার অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল। মনীষার বিপরীতে ছিলেন অনিল কাপুর। যদিও এই ছবির শুটিং শুরুর আগে বিধু বিনোদ চোপড়ার মনে হয়েছিল মনীষা খুবই খারাপ অভিনয় করেন। এ নিয়ে ছবি মুক্তির এত বছর পরে মুখ খুললেন অভিনেত্রী মনীষা কৈরালা।
বিধু বিনোদ চোপড়া সব সময়ই ছবি শুটিং শুরুর আগে অভিনেতাদের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে রিহার্সাল করান। ‘১৯৪২: আ লভ স্টোরি’-এর শুটিং শুরুর আগেও রিহার্সাল হয়েছিল। সেই রিহার্সালে মনীষাকে তাঁর স্ক্রিপ্ট দেখে সংলাপ বলতে বলেন বিধু বিনোদ। মণীষার সংলাপ শুনে পরিচালক বলেছিলেন, ‘‘তুমি অত্যন্ত খারাপ অভিনয় করো।’’ সবার সামনে পরিচালকের মুখে এমন কথা শুনে সেদিন অভিনেত্রীর খুব মনখারাপ হয়ে যায়। মণীষা জানান, ‘‘এমন কথা শুনে আমি তখন বিধু বিনোদ চোপড়ার কাছ থেকে ২৪ ঘণ্টা সময় চেয়েছিলাম। তাঁকে জানিয়েছিলাম, আমাকে ২৪ ঘণ্টা সময় দিন, আমি ঠিক পারব।’’
আরও পড়ুন:

রাতে কি মুখ ধুয়েই ঘুমোতে যান? এই ৫ ভুল করলেই কিন্তু বারোটা বাজবে ত্বকের

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-২: রাজমালা অনুসারে রত্ন মাণিক্যের পিতা হলেন ডাঙ্গর ফা, তিনিই ধর্ম মাণিক্য

হাতে সময় খুব কম। তাই সে দিন রিহার্সাল থেকে বাড়ি ফিরেই সোজা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন অভিনেত্রী। সেদিন সারা রাত জেগে স্ক্রিপ্ট নিয়ে বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকেন। মনীষা কৈরালা বলেন, ‘‘সে দিন আমি যে কত বার আমার স্ক্রিপ্ট পড়েছিলাম তার ঠিক নেই। রাত জেগে শুধুই স্ক্রিপ্ট পড়ে গিয়েছি। পরের দিন তিনি বেশ ভয়ে ভয়েই আবার বিধু বিনোদের অডিশনে গিয়েছিলেন। কিন্তু সেদিন স্যার আমাকে ছবির জন্য নির্বাচন করেন।’’

Skip to content