শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


নাট্যরঙ্গ নাট্যদল তাঁদের সুবর্ণজয়ন্তী সম্পন্ন করে এগিয়ে চলেছে উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে। এই পথ চলায় তাদের নবতম সংযোজন দুটি স্বল্পদৈর্ঘ্যের নাটক ‘ভুচু দ্য গ্রেট’ এবং ‘অসমাপ্ত অপ্রকাশিত’। দুটি নাটকেরই স্রষ্টা জিৎ সত্রাগ্নি।
তাঁর মতো সৃজনশীল, মেধাসম্পন্ন মানুষের নাট্যরঙ্গের সম্পর্কের ইতিহাস অল্পদিনের, কিন্তু গভীরতা অসীম। ‘ভুচু দ্য গ্রেট’ প্রথম মঞ্চায়িত হয় ১৫ সেপ্টেম্বর ২০২২ এ। বহুদিন পর এমন ধারার নাটক দেখল কলকাতা। অভিনয় শেষে সাজঘরে আসা গণদেবতারা অভিনন্দিত করলেন মুক্তকণ্ঠে।
আরও পড়ুন:

নাট্যকথা: পুজোর আগেই ‘ভুচু’ আসছে!

নাট্যকথা: ডিডি বাংলায় এবার পুনরায় রুবি রায়

পরিচালক স্বপন সেনগুপ্ত বঙ্গ থিয়েটারের শ্রদ্ধেয় একটি নাম। বহু মঞ্চসফল নাট্যের সফল পরিচালক তিনি। ‘ভুচু দ্য গ্রেট’ এর মঞ্চায়নে তাঁর শৈল্পিক মেধা বিচ্ছুরিত হল পুনরায়। এই নাট্যের অন্যতম সম্পদ দলগত দক্ষতা।
শিল্টু বা কথকের ভূমিকায় ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এবং ভুচুর ভূমিকায় অভিজিৎ দে অনবদ্য। বেবি সরকারের মতো অভিনেত্রী মুগ্ধতার অপর নাম। তার পরশ এ নাট্যেও প্রবাহিত। জুঁই বাগচী, এনা সেনগুপ্তরা যথাযথ। ভোলা ডাক্তারের চরিত্রে সায়ন্তন রায়চৌধুরীর অভিনয় দর্শক মনে স্থান করে নিয়েছে।
আরও পড়ুন:

নাট্যকথা: ‘বাপু’ ৬ পেরিয়ে ৭-এ পা

নাট্যকথা: নবকলেবরে রক্তকরবী

মঞ্চে সৌহার্দ্য দে-র গান এক ভিন্ন মাত্রা এনে দেয়। অন্যান্য কুশীলবরা তাঁদের দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। সৃজনে ছিলেন: মঞ্চে বিলু দত্ত। আলোয় জয়ন্ত দাস। আবহ অনিন্দ্য নন্দী। আর রূপসজ্জায় সঞ্জয় পাল। ‘ভুচু দ্য গ্রেট’-এর জয়যাত্রার মাঝেই নাট্যরঙ্গের অনির্বাণ সৃজনী আরেক নতুন আলো মঞ্চে নিয়ে আসতে চলেছেন। সে আলোর নাম জিৎ সত্রাগ্নি রচিত ‘অসমাপ্ত অপ্রকাশিত’ দুটি চরিত্র নিয়ে এ নাটকের সযত্ন মঞ্চরূপ গড়েছেন নাট্যকার।
সফলতার শীর্ষে থাকা এক অভিনেতার অনুচ্চারিত সত্যকে নিয়ে সত্যানুসন্ধানের প্রচেষ্টা করবেন এক প্রতিজ্ঞাবদ্ধ সাংবাদিক। সাংবাদিকের প্রতিজ্ঞার অন্তরালে কী আছে অপ্রকাশিত? কোন সত্য? এই অসমাপ্ত প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ এর সন্ধ্যায় আকাদেমি মঞ্চে?
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫২: বইয়ের সব কপি কবির নির্দেশে বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল

ডায়াবিটিস ধরা পড়েছে? হার্ট ভালো রাখতে রোজের রান্নায় কোন তেল কতটা ব্যবহার করবেন? দেখুন ভিডিয়ো

এই নাট্যের দুই কুশীলব হলেন ইন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এবং জুঁই বাগচী। নাট্যসৃজনের গুরুদায়িত্ব সামলাবেন ‘ভুচু দ্য গ্রেট’ নাটকে উল্লেখিত পর্দার অন্তরালে থাকা একই মঞ্চশিল্পীরা। ২৭ ফেব্রুয়ারির সন্ধ্যায় নাটক শেষে ঘরমুখী গণদেবতা কি বলবেন …আজ মঞ্চে বসন্ত।

Skip to content