শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

শেষ হল সৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ ছবির শ্যুটিং। পার্পল মুভি স্টুডিওতে টানা ১৪ ঘণ্টা শ্যুটিং-এর পর অবশেষে এই ছবির শ্যুটিং শেষ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দিতিপ্রিয়া রায়। রবিবার রাতভর গোটা টিমের নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে সম্পন্ন হল বাবা মেয়ের গানের কিছু মন্তাজ শ্যুট। শ্যুটিং শেষে অভিনেতা অভিনেত্রীসহ গোটা ডিরেক্টোরিয়াল টিমই ছিল উদযাপনের মেজাজে। ভারি প্রস্থেটিক রূপটান নিয়েই বুম্বাদা এদিন ছবি তুললেন সবার সঙ্গে। প্রতিটি ছবিতেই অভিনেতাকে দেখা গেছে ছবির চরিত্রের লুকেই। পরনে গোলাপি-সাদা চেক শার্ট, গালে কাঁচা-পাকা খোঁচা খোঁচা দাড়ি, মাথার সামনের অংশে চুল নেই। পাশাপাশি দিতিপ্রিয়াও ছবিতে ধরা দিয়েছেন কন্যার অবতারেই। তার পরনেও ছিল চরিত্রের লুক অনুযায়ী সবুজ সালোয়ার কামিজ, একঢাল লম্বা চুল, মাঝে সিঁথি করে আঁচড়ানো। শ্যুটিং শেষের আনন্দঘন মুহূর্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মঙ্গলবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়েছেন তার অনুরাগীদের সঙ্গে।
বাবা এবং মেয়ের সম্পর্কের রসায়ন এক নতুন মোড়কে পরিবেশন করতে চলেছেন পরিচালক সৌভিক কুণ্ডু তাঁর নতুন ছবি ‘আয় খুকু আয়’এর মাধ্যমে। কেবল তাই নয়, জানা গিয়েছে এই ছবিতে বুম্বাদাকে দেখা যাবে বিভিন্ন বয়সের বিভিন্ন লুকে, যার মধ্যে একটি লুক ইতিমধ্যেই সামনে এসেছে। অভিনেতার প্রতিটি লুক যথাযথভাবে প্রস্থেটির রূপটানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু। বুম্বাদা শ্যুটিং শেষে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তাঁকেও। চমক কিন্তু এখানেই শেষ নয়, চমক রয়েছে গানেও। শোনা যাচ্ছে পরিচালক এবং সুরকার রণজয় ভট্টাচার্য হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া ‘আয় খুকু আয়’ গানটিকে নতুনভাবে ছন্দে, সাময়িক আঙ্গিকে এই ছবির মাধ্যমে পৌঁছে দিতে চলেছেন দর্শক ও শ্রোতাদের কাছে। সম্ভবত গানটি শোনা যাবে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।
পরিচালক সৌভিক কুণ্ডুর নতুন ছবি ‘আয় খুকু আয়’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। এছাড়াও থাকছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোসদের মতো একঝাঁক তারকা। এখনও পর্যন্ত এই ছবির মুক্তির তারিখ সম্পর্কে কিছু জানা যায়নি।

Skip to content