বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


প্রকাশ্যে এল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি ‘বেলাশুরু’র নতুন গান ‘কী মায়ায়’। ভালোবাসার সম্পর্কগুলোকে মায়ার বাঁধনে বেঁধে ফেলতেই এই গানের সৃষ্টি। অনুপম রায়ের কথা ও সুরে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। আধুনিকতার মাঝে পুরনো দিনের ছোঁয়া আছে এই গানে। শিল্পীর সুমধুর কণ্ঠে এই গান শুনে ইতিমধ্যেই মুগ্ধ শ্রোতাবৃন্দ। আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুপ্রতীক্ষিত উইন্ডোজ প্রযোজিত ছবি ‘বেলাশুরু’। আর তার আগেই মুক্তি পেয়েছে ছবির গান। ‘কী মায়ায়’ গানটি প্রকাশ্যে আসার আগে এই ছবিরই ‘টাপাটিনি’ গানটি মুক্তি পেয়েছিল। আর সেই ‘টাপাটিনি’ এখন ভাইরাল। এই গানে নাচেননি এবং এই গানের প্রশংসা করেননি এমন দর্শক ও শ্রোতার সংখ্যা হাতে গোনা। ‘টাপাটানি’র জনপ্রিয়তা অর্জনের পর এবার মুক্তি পেল ‘বেলাশুরু’র আরেকটি নতুন গান ‘কী মায়ায়’। ইতিমধ্যেই দর্শকের প্রশংসা পেতে শুরু করেছে গানটি। গত ৩০ এপ্রিল মুক্তি পায় এই ছবির ট্রেলার। সেটাও নেটদুনিয়ায় কম প্রশংসিত হয়নি।
২০১৫ সালে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘বেলাশেষে’। ছবিতে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত-র পাশাপাশি অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অপরাজিতা আঢ্য, মনামি ঘোষ, সোহাগ সেন, খরাজ মুখোপাধ্যায়-সহ অনেকে। এবার উইন্ডোজ-এর হাত ধরে আসছে ‘বেলাশুরু’। এই ছবিতে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। এছাড়াও গুরুত্বপূর্ণ ভুমিকায় দেখা যাবে অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, মনামি ঘোষ, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী, অরুনিমা সহ আরও অনেকে। আগামী ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

Skip to content