শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


পরীমণি। ছবি: সংগৃহীত।

নুসরত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিনহা সাহা মিম, আফরান নিশো, চঞ্চল চৌধুরি, মোশারফ করিমের পর কী এবার পরীমণির পালা। নায়িকাকে দেখা যাবে এ পার বাংলার ছবিতে?
এমনিতে পরীমণিকে নিয়ে বিতর্কের অন্ত নেই। বিভিন্ন কারণে বার বা তিনির শিরোনামে উঠে এসেছেন। স্বামী শরিফুল রাজের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ নিয়েও কম চর্চা হয়নি। ফেসবুকে একে অপরের বিরুদ্ধে নানা পোস্ট করেছেন। এ সব বিতর্ককে পাশে সরিয়ে পরীমণিকে এ পার বাংলার ছবিতে দেখতে চাইছেন তাঁর ভক্তরা। এ বার নায়িকার অনুরাগীদের সেই স্বপ্নই সত্যি হতে চলেছে।
আরও পড়ুন:

পিতা-পুত্র দু’জনেরই শয্যাসঙ্গিনী ছিলেন! সেলিনাকে নিয়ে বিস্ফোরক টুইট, জড়াল ভারত-পাকিস্তান দুই দেশই

৩০ পেরিয়েছেন? কী কী খাবার রোজদিন খেলে চেহারায় বয়সের ছাপ পড়বে না?

সম্প্রতি পরীমণি জানিয়েছেন, “এ পার বাংলার ছবিতে কাজ করছি। তবে এ নিয়ে এখনই সবিস্তারিত কিছু জানাতে চাইছি না। ক্রমশ প্রকশ্য। ১০ অগস্ট এক বছরে পা দেবে ছেলে রাজ্য। জন্মদিনের পর্ব মিটলে কলকাতায় আসব।”
আরও পড়ুন:

এই ভূতুড়ে দ্বীপে তিনিই একমাত্র মহিলা, দিন কাটে দাগি অপরাধীদের সঙ্গে, ‘দ্বীপের রানি’র কেন এমন সিদ্ধান্ত?

এবার ভারতে তৈরি হবে আইফোন, দায়িত্ব নিচ্ছে টাটা গোষ্ঠী

ন’দিন পর ছেলের জন্মদিন। নায়িকা অনেক কিছু পরিকল্পনা করেছেন। সম্প্রতি স্বামী শরিফুল রাজ কলকাতা এসেছিলেন। এখানে তাঁর ফোন হারিয়ে যায়। ফোন হারানোর পর প্রথমে পরীকেই ফোন করেছিলেন রাজ। এ কথা পরীমণি নিজেই জানিয়েছেন। এত বিতর্কের পরে শেষমেশ রাজ এবং পরীর সম্পর্ক কোন দিকে মোড় নেবে, সেটাই এখন দেখার।

Skip to content