![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/AR-Rahman.jpg)
এ আর রহমান।
আর রহমান আগেই জানিয়েছিলেন, ‘আরআরআর’ ছবির গান ‘নাটু নাটু’ যদি অস্কার পায় তাহলে তা দেশের পক্ষে ভালো। সেই ‘নাটু নাটু’ গান অ্যাকাডেমি পুরস্কারও পেয়েছে। পুরস্কার প্রাপ্তিতে খুশি হয়েছেন জনপ্রিয় সঙ্গীতস্রষ্টা আর রহমানও।
ভারতীয় সিনেমায় এই প্রথম সম্পূর্ণ অস্কার এল। তবে দেশের এই গৌরব ধরে রাখতে কি সঠিক পথে এগোনো হচ্ছে? এমনটা কিন্তু মনে করছেন না অস্কারজয়ী এ আর রহমান।
ভারতীয় সিনেমায় এই প্রথম সম্পূর্ণ অস্কার এল। তবে দেশের এই গৌরব ধরে রাখতে কি সঠিক পথে এগোনো হচ্ছে? এমনটা কিন্তু মনে করছেন না অস্কারজয়ী এ আর রহমান।
সম্প্রতি সমাজমাধ্যমে ঘুরছে এ আর রহমান একটি সাক্ষাৎকার। সেখানে রহমান বলছেন, “যে ধরনের ছবি অস্কারে পাঠানো দরকার, সে রকম ভারতীয় ছবি পাঠানো হচ্ছে না। সেটাই আমরা ভুল করছি। পশ্চিমের দর্শক তো সেই সব ভারতীয় ছবির রস বুঝতে পারছেন না। ওঁদের দিক থেকেও বিষয়টিকে আমাদের ভাবতে হবে! সে সবে না গুরুত্ব দিয়ে আমরা শুধু নিজেদের মতো করে ভাবছি। কখনও সখনও অন্য জুতোতেও তো পা গলাতে হয়!”
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/Banana.jpg)
হেলদি ডায়েট: বেশি কলা খাওয়ার অভ্যাস কি স্বাস্থ্যকর? মারাত্মক কোনও রোগের কারণ হয়ে উঠবে না তো?
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/kalpana-chawla6.jpg)
দশভুজা: সেই ষোলো মিনিটের দূরত্ব কোনওদিন পূরণ হয়নি
আগে প্রযুক্তি এতটা উন্নত ছিল না। সঙ্গীত পরিচালনার সময় রহমানকে গানের ট্র্যাক বানাতে হতো অর্কেস্ট্রার বড় দল নিয়ে। এখন প্রযুক্তি অনেক উন্নত। যদিও শুরুর দিকে শিল্পীরা সড়গড় হতে একটু সময় নিয়েছেন।
১৩ বছর আগে অস্কারজয়ী রহমান বলেন, “এখন ছবির গান নিয়ে পরীক্ষা নিরীক্ষার যথেষ্ট অবকাশ রয়েছে। যদিও আমি বহু বার ব্যর্থ হয়েছি আধুনিক প্রযুক্তি বুঝতে। কেউই সে সব কথা জানেন না।” তিনি এও বলেন, পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে প্রয়োজন অর্থের। কিন্তু এর চেয়েও বেশি দরকার প্যাশন ধরে রাখা। তাঁর পরিষ্কার বক্তব্য, পশ্চিমের দেশগুলিতে ভালো গান, ভাল ছবি তৈরি হবে, আমাদের দেশে হবে না কেন?
১৩ বছর আগে অস্কারজয়ী রহমান বলেন, “এখন ছবির গান নিয়ে পরীক্ষা নিরীক্ষার যথেষ্ট অবকাশ রয়েছে। যদিও আমি বহু বার ব্যর্থ হয়েছি আধুনিক প্রযুক্তি বুঝতে। কেউই সে সব কথা জানেন না।” তিনি এও বলেন, পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে প্রয়োজন অর্থের। কিন্তু এর চেয়েও বেশি দরকার প্যাশন ধরে রাখা। তাঁর পরিষ্কার বক্তব্য, পশ্চিমের দেশগুলিতে ভালো গান, ভাল ছবি তৈরি হবে, আমাদের দেশে হবে না কেন?
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/ferenc-puskas.jpg)
বিশ্বসেরাদের প্রথম গোল: পর্ব-৯: ফেরেন্তস পুসকাস: দুটি দেশের হয়েই বিশ্বকাপ খেলেছেন
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/04/Vaccine.jpg)
পর্ব-১২: প্রবীণদের টিকা—আপনি নিয়েছেন তো?/২
রহমান বলেন, “আমরা যদি পশ্চিমের দেশগুলির গান শুনি, ছবি দেখি, ওরাও ভারতের দেখবেন না কেন?” রহমান আসলে ভালো মানের শিল্প সৃষ্টির দিকে জোর দেওয়ার কথা তুলে ধরতে চাইছেন। চলতি বছর ৬ জানুয়ারি রহমান সাক্ষাৎকারটি দিয়েছিলেন। এদিন তাঁর জন্মদিনও ছিল।