![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/Anil-Kapoor.jpg)
অনিল কাপুর।
নতুন ভূমিকায় দর্শক এ বার অন্য অনিলকে দেখবেন ডিজনি হটস্টার সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এ। সেখানে অপরাধ জগতের অলিগলিতে অস্ত্রের কারবার করেন তিনি। পুরোদস্তুর অস্ত্র ব্যবসায়ী, যাঁর লেনাদেনা আন্তর্জাতিক স্তরে।
এই চরিত্রের জন্য সাজও আলাদা, বক্তব্য অনিলের। আপাতত অন্যের পোশাক ধার করেই কাজ চালাচ্ছেন। পরিবার এবং বন্ধুবান্ধব, অনেকের থেকেই পোশাক নিয়ে পরেছেন অনিল, যাতে তাঁর চেহারা বেমানান না লাগে। চরিত্রের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে এটিই আদর্শ উপায় বলে মনে করছেন অভিনেতা।
এই চরিত্রের জন্য সাজও আলাদা, বক্তব্য অনিলের। আপাতত অন্যের পোশাক ধার করেই কাজ চালাচ্ছেন। পরিবার এবং বন্ধুবান্ধব, অনেকের থেকেই পোশাক নিয়ে পরেছেন অনিল, যাতে তাঁর চেহারা বেমানান না লাগে। চরিত্রের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে এটিই আদর্শ উপায় বলে মনে করছেন অভিনেতা।
অনিল দেখালেন, ‘দ্য নাইট ম্যানেজার’-এর সেটে ব্যবহৃত একজোড়া শার্ট আসলে তাঁর পুত্র হর্ষবর্ধনের। গলফ খেলার দৃশ্যে অনিল যে শর্টসগুলো পরেছিলেন সেগুলো তিনি তাঁর ফিজিওথেরাপিস্টের থেকে ধার করেছেন। তবে অনিল জানান, তাঁর এই অন্যের পোশাক পরার প্রবণতা অনেক আগে থেকেই তাঁর মধ্যে ছিল। সম্প্রতি ইউটিউবে এক অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই ফাঁস করলেন এই গোপন তথ্য। জানালেন, কন্যা সোনমের আলমারিতেও নাকি উঁকি দেন মাঝেমাঝেই!
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/Antibiotic.jpg)
মরসুমি জ্বর, সর্দি বা কাশির সমস্যায় আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে: আইএমএ
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/happy-couple.jpg)
ষাট পেরিয়ে, পর্ব-২৪: বয়সেও আসুক বসন্ত
এমনতর কীর্তি আর কী কী করেছেন অভিনেতা? অনিল জানান, “১৯৯৭ সালে ‘বীরাসত’ ছবিতে যে ট্রাউজারস পরেছিলাম সেগুলো আসলে জ্যাকি শ্রফের। ওকে পরে থাকতে দেখে আমার পছন্দ হয়েছিল। আমিও ওর কাছ থেকে পরতে চেয়েছিলাম। ও আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। কিন্তু গত ২০ বছর ধরে ট্রাউজারস ফেরত চাইছে ও, কিন্তু আমি এখনও দিইনি।”
সম্প্রতি সেই ট্রাউজারস প্রসঙ্গে অনিল জানালেন, সেটি দেখলে জ্যাকির কথা মনে পড়ে যেত, আবেগপ্রবণ হয়ে পড়তেন। তাই দিয়েও আবার ফেরত নিয়ে নিয়েছেন। এর পরই অনিল বলেন, “আমি বারবারি আমার মেয়ে রিয়া আর সোনমের আলমারি খুলে জামাকাপড় আর আনুষঙ্গিক জিনিসপত্র দেখি। ওদের থেকেও যদি কিছু নিয়ে পরা যায়, সেই সুযোগ খুঁজি।”
সম্প্রতি সেই ট্রাউজারস প্রসঙ্গে অনিল জানালেন, সেটি দেখলে জ্যাকির কথা মনে পড়ে যেত, আবেগপ্রবণ হয়ে পড়তেন। তাই দিয়েও আবার ফেরত নিয়ে নিয়েছেন। এর পরই অনিল বলেন, “আমি বারবারি আমার মেয়ে রিয়া আর সোনমের আলমারি খুলে জামাকাপড় আর আনুষঙ্গিক জিনিসপত্র দেখি। ওদের থেকেও যদি কিছু নিয়ে পরা যায়, সেই সুযোগ খুঁজি।”
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/02/whatsapp.jpg)
এ বার মেসেজ পাঠানোর পরেও ‘এডিট’ করা যাবে! হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে কী ভাবে মিলবে সুবিধা?
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/01/Syham-Mitra23.jpg)
নাম রেখেছি বনলতা…/১
কী কী নিয়েছেন মেয়েদের থেকে? জিজ্ঞাসা করতে অনিল জানান, জ্যাকেট, কোট এবং এই ধরনের অনেক পোশাক যেগুলো পুরুষ-নারী উভয়েই পরতে পারে সেই সব নিয়েছেন সোনম আর রিয়ার থেকে। আর নিয়েছেন নানা রোদচশমা।
অনিলের কথায়, “আমার চরিত্রকে আকর্ষণীয় করে তুলতে আমি যে কোনও কারও যে কোনও কিছু চুরি করতে পারি।” ২০১৬ সালের ব্রিটিশ সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর রিমেক হিসাবে তৈরি হচ্ছে এই হিন্দি সিরিজ। অনিল ছাড়াও এখানে দেখা যাবে আদিত্য রায় এবং তিলোত্তমা সোমের মতো তারকাদের। এখন অনিলের হাতে রয়েছে একগুচ্ছ ছবি।
অনিলের কথায়, “আমার চরিত্রকে আকর্ষণীয় করে তুলতে আমি যে কোনও কারও যে কোনও কিছু চুরি করতে পারি।” ২০১৬ সালের ব্রিটিশ সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর রিমেক হিসাবে তৈরি হচ্ছে এই হিন্দি সিরিজ। অনিল ছাড়াও এখানে দেখা যাবে আদিত্য রায় এবং তিলোত্তমা সোমের মতো তারকাদের। এখন অনিলের হাতে রয়েছে একগুচ্ছ ছবি।