শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


‘দ্য নাইট ম্যানেজার ২’।

নির্ধারিত সময়ের দিনের এক দিন আগেই আদিত্য রায় কাপুর অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর দ্বিতীয় ভাগ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে। ‘দ্য নাইট ম্যানেজার ২’-এর আগামী ৩০ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে দর্শকদের আর অপেক্ষা করতে হবে না। কারণ, এক দিন আগেই মুক্তি পেল ‘দ্য নাইট ম্যানেজার’-এর শেষ এপিসোডগুলি।
২৯ জুন অর্থাৎ এক দিন আগেই সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ওয়েব সিরিজটি। নির্মাতারা ‘দ্য নাইট ম্যানেজার’ প্রথম ভাগ মুক্তি পাওয়ার পরে দর্শক ও অনুরাগীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছিলেন। জানা গিয়েছে, সেই উন্মাদনার কথা মাথায় রেখেই ‘দ্য নাইট ম্যানেজার ২’ এক দিন আগেই এল।
আরও পড়ুন:

‘দিওয়ার’-এ অমিতাভ নন, বিজয় চরিত্রে কাকে চেয়েছিলেন প্রযোজকেরা, শেষমেশ কী হয়েছিল?

বিধানে বেদ-আয়ুর্বেদ, বার বার মূত্রত্যাগের বেগ, কিন্তু প্রস্রাব আটকে যায়? আয়ুর্বেদে রয়েছে সফল চিকিৎসা

‘দ্য নাইট ম্যানেজার’ ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সংস্করণ। এই ব্রিটিশ টেলিভিশন সিরিজ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টন ব্রিটিশ সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। ভারতীয় সংস্করণে টম হিডলস্টনের চরিত্রে আদিত্য দেখা গিয়েছে। ব্রিটিশ সিরিজে রয়েছে মোট ছয়টি এপিসোড। সব কটিতেই টম হিডলস্টন ছিলেন। ভারতীয় সংস্করণে প্রথম ভাগে চারটি এপিসোড রয়েছে। ২৯ জুন মুক্তি পেল বাকি তিনটি এপিসোড। সাতটি এপিসোডেই শেষ হচ্ছে ‘দ্য নাইট ম্যানেজার’-এর ভারতীয় সিরিজ।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: সন্তান জ্বরে ভুগছে? কী ভাবে সামলাবেন? রইল ঘরোয়া চিকিৎসার খুঁটিনাটি

পর্দার আড়ালে, পর্ব-৩৫: বাঘের কাছ থেকে চাবি আনতে গিয়ে বাঘা রুপী রবি ঘোষের অবস্থা কী হয়েছিল সহজেই অনুমেয়

এ দিকে সিরিজ পরিচালক সন্দীপ জানিয়েছেন, দুই নাইট ম্যানেজারকে এক ফ্রেমে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। সন্দীপে বক্তব্য, ‘‘ভারত ও বাকি বিনোদন বিশ্বের মধ্যে দূরত্ব কমেছে। ‘সিটাডেল’ সিরিজই তার প্রমাণ। তাহলে ‘দ্য নাইট ম্যানেজার’ ক্ষেত্রে কেন হবে না। এটাই তো সেরা সময়।’’

Skip to content