শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অম্রুতা সুভাষ ও অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত।

তাঁকে দেখা গিয়েছিল ‘গলি বয়’ ছবি। আবার ‘সেক্রেড গেমস ২’, ‘বম্বে বেগম’-এর মতো সিরিজেও তাঁর অভিনয় আলাদা করে নজর কেড়েছে। কঙ্কনা সেনশর্মা পরিচালিত ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজে ‘দ্য মিরর’ গল্পে অম্রুতা সুভাষের অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। অম্রুতা সব সময়ই গতে বাঁধা নারী চরিত্রের বাইরে চরিত্র নির্বাচন করেন। তিনি তাঁর প্রতিভার স্বীকৃতিও পেয়েছেন।
‘সেক্রেড গেমস ২’ সিরিজে অম্রুতা প্রথম বার পর্দায় যৌন দৃশ্যে অভিনয় করেছিলেন। সিরিজটি পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি অভিনেত্রী এক সাক্ষাৎকারে অনুরাগের সঙ্গে তাঁর বিশেষ কথোপকথনের স্মৃতিচারণ করেন। ‘সেক্রেড গেমস ২’ সিরিজে অম্রুতা কুসুম দেবী যাদবের চরিত্রে অভিনয় করেছিলেন। এতে তাঁকে একটি যৌন দৃশ্যেও অভিনয় করতে হয়।
আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-২৮: মানুষের মন থেকে বিষয়-বাসনা নিবৃত্তি হলে ঈশ্বর-কৃপায় হৃদয় পবিত্র হয়

বর্ষার মরসুমেও তেষ্টা কম পাচ্ছে? এই সব লক্ষণে বুঝবেন আপনার শরীরে জলের ঘাটতি তৈরি হয়েছে কিনা?

সেই যৌন দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অম্রুতা বলেন, যৌন দৃশ্য শুটের আগে অনুরাগ তাঁকে তাঁর ঋতুচক্রের তারিখ জানতে চান। প্রথমে অনুরাগের প্রশ্নে অভিনেত্রী কিছুটা অবাক হন। তার পরেই অনুরাগ প্রশ্ন করার কারণও জানান। ঋতুচক্র চলাকালীন কি তিনি সাবলীল ভাবে যৌন দৃশ্যে অভিনয় করতে পারবেন? অনুরাগ অভিনেত্রীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই প্রশ্নটি করেছিলেন।
আরও পড়ুন:

ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-১: রাজবাড়ির ইতিকথা—ইতিহাসের অন্তরে ইতিহাস

এক বৃষ্টি ভেজা দিনে ৫০০ টাকার ফুল ৫০০০ হাজার টাকায় কিনলেন অমিতাভ, ‘শাহেনশাহ’র চোখে জল

‘সেক্রেড গেমস ২’ সিরিজে অম্রুতার ঋতুস্রাবের সময়ে তাঁর সুবিধা-অসুবিধার বিষয়টি মাথায় রেখেই পরিচালক ওই যৌন দৃশ্য শুট করতে চাননি। পরিচালকের এমন সংবেদনশীলতায় খুশি হয়েছিলেন অম্রুতা। অভিনেত্রীর বক্তব্য, ‘‘এটা মহিলা বা পুরুষ সংক্রান্ত বিষয় নয়। বিষয়টি নিয়ে কেউ যে এরকম সংবেদনশীল হতে পারে, সেটা ভেবেই আমার ভালো লাগে।’’

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ২’-এ অভিনয় করেছেন অম্রুতা। কঙ্কনা সেনশর্মা পরিচালিত ‘দ্য মিরর’ ছবিতে তিলোত্তমা সোমের সঙ্গে অম্রুতা অভিনয় করেছেন।

Skip to content