রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


আর যত্র তত্র বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছবি লাগানো যাবে না। শুনতে ভালো লাগলেও কোনও অডিও-ভিডিয়োর মাঝে অমিতাভের কণ্ঠস্বর ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন না কেউ। এখানেই শেষ নয়, বিগ বি-র অনুমতি ছাড়া তাঁর নামও নেওয়া যাবে না। এরকমই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। জানা যায়, এ নিয়ে আপত্তি তুলে আবেদন করেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। শুক্রবার, ২৫ নভেম্বর থেকে এই বিধিনিষেধ জারি করা হয়েছে।
নির্দেশ অনুসারে, বিগ বি-র অনুমতি ছাড়া তাঁর নাম, কণ্ঠস্বর এবং ছবি ব্যবসায়িক উদ্দেশ্যে কেউ কোনও ভাবেই ব্যবহার করতে পারবেন না। নির্দেশ দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ও টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও। এদের বলা হয়েছে এরকম যা কিছু এখনও বাজারে রয়েছে সেগুলি তাদের তুলে নিতে হবে।
আরও পড়ুন:

‘শতরঞ্জ কি খিলাড়ি’র প্রযোজক সুরেশ জিন্দল প্রয়াত

নতুন স্মার্টফোন কিনবেন? বাজেট ১৫০০০ টাকার মধ্যে? এই সব ফোনের কথা ভাবতে পারেন

বিচারপতি নবীন চাওলা বলেন, “অমিতাভ বচ্চন এক জন সুপরিচিত ব্যক্তিত্ব। অনেক বিজ্ঞাপনের মুখ হিসাবে তাঁকে ব্যবহার করা হয়েছে। তবে সব ক্ষেত্রেই যে তাঁর অনুমতি নিয়ে করা হয়েছে এমনটা কিন্তু নয়। এই কারণে অভিনেতা ভীষণ ক্ষুব্ধ।”
বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, অমিতাভের মতো ব্যক্তিত্বের মুখ দেখিয়ে কেউ তাঁর অনুমতি ছাড়া কোনও পণ্যের প্রচার করতে পারবেন না। আদালতের কাছে অমিতাভ বচ্চনের আর্জিও এটাই ছিল। তিনি তাঁর আর্জিতে জানিয়েছিলেন, তিনি কোনও ভাবে ‘ব্যবহৃত’ হতে চান না।
আরও পড়ুন:

হার্ট অ্যাটাক নীরবেও হতে পারে! কোন উপসর্গ দেখে সতর্ক হবেন? জেনে নিন ডাক্তারবাবুর পরামর্শ

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১৭: শোকস্তব্ধ কবি সারারাত ছাদে পায়চারি করেছিলেন

বিগ বি-র আইনজীবী হরিশ সলভে জানান, “চতুর্দিক কী চলছে তা দেখতে পাচ্ছি। অনেকে টি-শার্টেও অমিতাভের মুখ বসিয়ে নিচ্ছেন। আবার কেউ হয়তো ডোমেন কিনে ওয়েবসাইটের নামও রাখছেন ‘অমিতাভবচ্চনডটকম। আমরা এখন রকমই হয়ে গিয়েছি।”

Skip to content