Skip to content
রবিবার ৬ এপ্রিল, ২০২৫


আলিয়া ভাট। ছবি: সংগৃহীত।

আর সপ্তাহ দু’য়েক পরেই মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিটি। পরিচালক-প্রযোজক করণ জোহর ২০২৩-এ বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করছেন। সেই উপলক্ষেই আবার পরিচালকের চেয়ারে ফিরেছেন করণ। ‘‘রকি অউর রানি কি প্রেম কহানি’ আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে।
আলিয়া ভট্ট ও রণবীর সিংহকে ছবির মুখ্য দুই চরিত্রে দেখা যাবে। ‘গলি বয়’-এর পরে আলিয়া ও রণবীর ফের জুটি বেঁধেছেন। গত বছর ছবির শুটিং শুরু হলেও আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার জন্য শুটিং কয়েক মাস স্থগিত ছিল। আলিয়া গত বছর নভেম্বরে মা হন। তার পরে কয়েক মাস বিরতি নিয়ে আবার অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী।
আরও পড়ুন:

পরীমণির পঞ্চম বিয়ে? নায়িকাকে প্রস্তাব বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের, তিনি কে?

বর্ষার মরসুমেও তেষ্টা কম পাচ্ছে? এই সব লক্ষণে বুঝবেন আপনার শরীরে জলের ঘাটতি তৈরি হয়েছে কিনা?

কাশ্মীরের বরফাবৃত উপত্যকায় ‘তুম ক্যা মিলে’ গানের শুটিং চলছিল। আলিয়া শিফন শাড়ি পরেছিলেন। ক্যামেরার সামনে আসার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন অভিনেত্রী। সেই গানের শুটিংয়ের সময় যে আলিয়া হোঁচট খেয়েছিলেন তা দেখা যায় সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা একটি ভিডিয়োয়।
আরও পড়ুন:

অজানার সন্ধানে: ‘বঙ্গীয় বিশ্বকোষ’ প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন রবীন্দ্রনাথের প্রিয়পাত্র

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৩: মাছচাষের ক্ষেত্রে প্রতিকারের চাইতে সতর্কতাই আসল কথা

ক্যামেরার সামনে নাচ করার সময় হোঁচট খেয়ে প্রায় উল্টে পড়ে যাচ্ছিলেন আলিয়া। তিনি কোনও ক্রমে নিজেকে সামলান। রণবীর তখন করণ ও নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্টের ঘাড় মালিশ করতে ব্যস্ত ছিলেন। উল্লেখ্য, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে আলিয়া ও রণবীরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীকে।