রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


তুনিশা কেরিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসাবে।

অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার সিরিয়ালের সেট থেকেই। অভিনেত্রীর নাম তুনিশা শর্মা। শনিবার বছর কুড়ির ওই অভিনেত্রীকে দেখা যায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে। ঘটনাটি ঘটে শুটিংয়ের সেটের মধ্যেই। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন, তুনিশা মারা গিয়েছেন। মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে তুনিশার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তুনিশা ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ নামে একটি ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন। তাঁর কেরিয়ার শুরু করেছিলেন একজন শিশুশিল্পী হিসেবে। অভিনেত্রীর প্রথম কাজ ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’। রাজকুমারী মরিয়মের ভূমিকায় তিনি নজর কেড়েছিলেন ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ। কালারস টিভিতে ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ নামে একটি সিরিয়ালে অভিনয় করেন।
আরও পড়ুন:

সাবান দিয়ে মুখ ধুলে ত্বকের ক্ষতি হয়? নাকি অল্প বিস্তর ব্যবহার করাই যায়?

এই প্রথম বার নিজেই বড়দিনের কেক বানাবেন? ৩ উপকরণে হবে বাজিমাত

তবে শুধু সিরিয়ালে নয়, তুনিশা একাধিক ছবিতেও অভিনয় করেছেন। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল ‘বার বার দেখো’, ‘ফিতুর’, ‘কহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’। তুনিশার মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি।

Skip to content