শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


পরিচালক রাজ চক্রবর্তী ‘হাবজি গাবজি’ ছবিটি তৈরি করেছিলেন একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য অনেকাংশে সফলও হয়েছে। ছবি দেখে দারুণ ভয় পেয়েছে ছোটরা। তার চোখের সামনেই অনেকে মোবাইল থেকে গেম অ্যাপ মুছে দিচ্ছে। অনেকে আবার এই ছবিটি দেখার পর মুছছে। ফলে দারুন খুশি রাজ। শুধু তিনি নন, অভিভাবকরাও এই ছবি দেখে যারপরনাই আনন্দিত। তাঁদের মতে, তাঁরা এতদিন যা করতে পারেননি, রাজ তাই করে দেখিয়ে দিলেন। ভাবলে অবাক হবেন ছবি দেখে বাচ্চারা আবার পরিচালককে হুমকিও দিচ্ছে। তাঁকে বলছে কি বাজে ছবি বানিয়েছো দেখে আমাদের ভয় করছে। গেম খেলতে পারছি না। রাজ চক্রবর্তী তো এটাই চেয়েছিলেন। কারণ এখনকার প্রায় পরিবারে মা-বাবা ও সন্তান মিলে হয়তো সদস্য সংখ্যা তিন। তিনজনেই কিন্তু যার যার নিজের মোবাইলে ব্যস্ত। তাই ছবির শেষে প্রেক্ষাগৃহে উপস্থিত সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে পরিচালকের অনুরোধ সন্তানদের সময় দিন। ওদের সঙ্গে খেলা করুন, কথা বলুন। ওদের হাতে মোবাইল নয়, ফুটবল তুলে দিন। রাজের আশা আমরা সবাই যদি এ বিষয়ে সচেতন হই, তাহলে এই সমস্যাটা অবিলম্বে রোধ করা যাবে। নাহলে মোবাইলের নেশায় গোটা একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

Skip to content