শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


পরিচালক এসএস রাজামৌলি।

‘ছত্রপতি’, ‘মগধীরা’, ‘বাহুবলী’র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। এনটিআর জুনিয়র ও রাম চরণ অভিনীত ‘আরআরআর’-এর হাত ধরে বিশ্বমঞ্চে আত্মপ্রকাশও হয়ে গিয়েছে। তিনি দক্ষিণী তারকা পরিচালক এসএস রাজামৌলি। এই ছবির মাধ্যমে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতিও পেয়েছেন রাজামৌলি। গোল্ডেন গ্লোবস, ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ডের মতো মঞ্চে সম্মানিত হয়েছে এই ছবি। জিতে নিয়েছে অস্কারও।
ছবিটি দেখে মুগ্ধ পশ্চিমী দুনিয়াও। রাজামৌলি সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন জেমস ক্যামেরন, স্টিভেন স্পিলবার্গের মতো হলিউড কিংবদন্তিরা। এর মধ্যেই নাকি তিনি পরিচালনা থেকে বিরতি নেওয়ার কথা ভাবছেন বলে শোনা যাচ্ছে। সুত্রের খবর, রাজামৌলি নাকি পরিচালনা ছেড়ে এবার অভিনয় করার কথা ভাবছেন।
আরও পড়ুন:

গানে সুর দিতে পারছিলেন না রহমান কিছুতেই! ছবি থেকে তাঁকে বাতিল করতে এসে কেঁদে ফেললেন মণি রত্নম

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩: গায়ে আমার পুলক লাগে

জানা যাচ্ছে, রাজামৌলিকে একটি নামী মোবাইল সংস্থার বিজ্ঞাপনে দেখা যেতে পারে। সেই বিজ্ঞাপনের শুটিং নাকি বিদেশে হতে চলেছে। বলিউডেরই এক নামজাদা পরিচালক বিজ্ঞাপনটি পরিচালনা করছেন। তাঁর পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। ‘আরআরআর’ খ্যাত পরিচালককে নাকি তাঁর কাঁচাপাকা চুলের লুকেই ওই বিজ্ঞাপনে দেখা যাবে। যদিও ওই মোবাইল সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি।
আরও পড়ুন:

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? কোন যোগাসনে সহজে মিটবে সমস্যা?

প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: পরিমিত প্রোটিন সমৃদ্ধ ডায়েটই কি তারুণ্যের চাবিকাঠি? ঠেকানো যাবে অকাল-বার্ধক্য? কী ভাবে?

রাজামৌলি আপাতত ‘এসএসএমবি২৯’ নিয়ে ব্যস্ত। এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা অভিনেতা মহেশ বাবুকে। আগামী অগস্টে মহেশ বাবুর জন্মদিন। সেদিন থেকেই নাকি ছবির কাজ শুরু হতে চলেছে। অবশ্য রাজামৌলি হলিউডে কাজ করার জন্যও মুখিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে।

Skip to content