বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


তমন্না ভাটিয়া। ছবি: সংগৃহীত।

বিনোদন দুনিয়ায় এই মুহূর্তে চর্চার নাম তমন্না ভাটিয়া। এর নেপথ্যে রয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। অন্যদিকে, অভিনেতা বিজয় বর্মার সঙ্গে তাঁর সম্পর্কের জন্য সেই চর্চা অন্য মাত্রা পেয়েছে। কাজ ও প্রেম এই দুইয়ে মিলে তিনি এখন শিরোনামে।
সম্প্রতি অভিনেত্রীর একটি পুরানো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাঁর বয়স যে বেশ কম তা বোঝাই যাচ্ছে তমন্নাকে দেখে। ২০০৫ সালে অভিনেত্রী হিসাবে ‘চাঁদ সা রোশন চেহরা’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি। সেই সময়েরই নায়িকার দেওয়া একটি সাক্ষাৎকার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-১০: কী উপহার সাজিয়ে দিলে…

পর্দার আড়ালে, পর্ব-৪৩: ‘সাড়ে চুয়াত্তর’ ছবি দেখে মুগ্ধ সত্যজিৎ রায় পরিচালক নির্মল দে’র খুব প্রশংসা করেছিলেন

১৮ বছর আগের এই সাক্ষাৎকারে তমন্না বলছেন, “আমি দু’বছর আগে ছবিটি সই করেছিলাম। তখন আমি স্কুলে পড়ি, ১৩ বছর বয়স। দশম শ্রেণির ছাত্রী। নিজের পড়াশোনার চাপ সামলে শুটিং করছি। এখন পরীক্ষার প্রস্তুতি চলছে।” তবে তিনি যে তখন দশম শ্রেণির ছাত্রী ভিডিয়ো দেখে বোঝার উপায় নেই। তাঁর ঠোঁটে লিপগ্লস। স্টাইল করে চুল বাঁধা। ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে বিরূপ মন্তব্য আসতে শুরু করেছে। দর্শকের একাংশ তমন্নার এই মন্তব্যের সঙ্গে একমত নন।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-৯: আহা, মরি—কেটেলবেরি

পুজোর সময়েই আচমকা বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ! পরিষেবা চালু রাখতে কী করবেন?

সাধারণত অভিনেতাদের একাংশ নিজেদের বয়স প্রকাশ্যে বলতে চান না। তাই তমন্নার ভিডিয়ো দেখে একজন লিখেছেন, “তমন্না তখন স্কুলে পড়েন, এটা আদৌ হতেই পারে না।” আর একজন লিখেছেন, “দেখে মনে হচ্ছে তমন্নার তখন ২০-২১ বছর বয়স।” আবার কেউ লিখেছেন, “অভিনেতারা নিজেদের বয়স নিয়ে সত্যি কথা বলেন না।” তবে কারও মন্তব্যে কোনও উত্তর দেননি তিনি।

Skip to content