শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বাবা- মায়ের সঙ্গে অভিনেত্রী।

গতকাল বৃহস্পতিবার ছিল মোদক পরিবারের মিষ্টি বৌমা মিঠাই অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন। এই বিশেষ দিনে লাল রঙের শাড়িতে আরও সুন্দর হয়ে উঠেছিলেন অভিনেত্রী। এই দিনটা শুটিং সেটে কেক কেটে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে আনন্দ করে কাটালেন সৌমিতৃষা।
বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মিঠাই চরিত্রটি। যে চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা। আর গতকাল তাঁরই জন্মদিন উপলক্ষে লাল সাদা বেলুন দিয়ে সাজানো হয়েছিল ‘মিঠাই’-এর শুটিং সেট। কাজের জায়গায় সবাই যেভাবে সৌমিতৃষার জন্মদিন উদযাপন করেছে তাতে খুব খুশি অভিনেত্রী। তাই এদিন সৌমিতৃষা তাঁর জন্মদিন উদযাপনের কিছু বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘এত সুন্দরভাবে আমার জন্মদিন উদযাপন করার জন্য জি বাংলাকে অনেক ধন্যবাদ। উপহারের জন্যও ধন্যবাদ। তুমিই আমার ভ্যালেন্টাইন। অনেক ভালোবাসা।’

সায়ক ও সৌমিতৃষা

এদিন শুটিং শেষে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান সৌমিতৃষা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছেন এই টেলি অভিনেত্রী। সকাল থেকে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে উঠছিল তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সব মিলিয়ে বলা যেতে পারে গতকাল জীবনের এই বিশেষ দিনটা খুবই আনন্দে কেটেছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর।

ছবি সৌজন্যে : ফেসবুক

Skip to content