অনুরাগীর সঙ্গে শ্রদ্ধা কাপুর। ছবি: সংগৃহীত।
তিনি বলিউডের ব্যস্ত অভিনেত্রী। ‘আশিকি ২’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। ছবিটি মুক্তি পেয়েছিল প্রায় এক দশক আগে, ২০১২ সালে। ‘আশিকি ২’ ছবিতে শ্রদ্ধা কাপুর জুটি বেঁধেছিলেন আদিত্য রায় কাপুরের সঙ্গে। বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় ১১ বছর কাটিয়ে ফেলেছেন শ্রদ্ধা। এখন তিনি এক জন প্রতিষ্ঠিত নায়িকা। ‘স্ত্রী’, ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘ছিঁছোড়ে’-র মতো ছবিতে তাঁকে দেখা গিয়েছে। আবার ‘হায়দর’, ‘হাসিনা পার্কার’-এর মতো অন্য ধারার ছবিতেও শ্রদ্ধা দক্ষতার সঙ্গে কাজ করেছেন।
বাস্তব জীবনে তাঁর মিষ্টি স্বভাবের জন্য ভক্তরা তাঁকে প্রায় চোখে হারান। সম্প্রতি এক অনুরাগী বিমানবন্দরে শ্রদ্ধাকে প্রেম নিবেদন করেন। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিমানবন্দরে সবে মাত্র পা রেখেছেন শ্রদ্ধা, এমন সময় হঠাৎ তাঁর সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়লেন এক ভক্ত। যুবকের হাতে লাল গোলাপের তোড়া। একদম বলিউডি স্টাইলে নায়িকাকে প্রেম নিবেদন করলেন অনুরাগী। তাঁর সঙ্গে ছবিও তুললেন শ্রদ্ধা। যদিও তার পর আর তিনি গোলাপ ফুলের তোড়ার দিকে ঘুরেও তাকাননি। ফুলের তোড়া হাতে না নিয়েই এগিয়ে যান শ্রদ্ধা। অনুরাগী অভিনেত্রীকে ভালোবেসে ফুলের তোড়া দিলেও, শ্রদ্ধা পাত্তাই দিননি সেই উপহারকে।
আরও পড়ুন:
পর্দায় ধর্মেন্দ্রের ঠোঁটে ঠোঁট শাবানার, স্বামী জাভেদ আখতার কি আপত্তি জানান?
ডিম খাওয়া ছেড়ে দিয়েছেন? এর ফলে শরীরে কি কোনও পরিবর্তন দেখা দিতে পারে?
অভিনেত্রীর এমন আচরণ অবাক নেটাগরিকদের একাংশ। তবে অভিনেত্রীর অনুরাগীদের বক্তব্য, শ্রদ্ধার খুব থাকায় তিনি হয়তো ফুলের তোড়া নিতে ভুলে গিয়েছেন। উল্লেখ্য, শ্রদ্ধা এখন ‘স্ত্রী ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত। অমর কৌশিক পরিচালিত ছবি ‘স্ত্রী’ ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। ‘স্ত্রী’ ছবিতে তিনি রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন।