শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ছবি: সংগৃহীত।

বিবাহ বিচ্ছেদের দু’বছরের মাঝেই সুখবর? আবার কি এক হতে চলেছেন নাগা চৈতন্য-সামান্থা রুথ প্রভু? আচমকাই ‘উ অন্তাভা’ অভিনেত্রী সে রকমই জল্পনা উস্কে দিয়েছেন। অভিনেত্রী সামান্থা সঙ্গে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন নাগা চৈতন্য। যদিও মাত্র চার বছরের মাথায় সেই বিয়ে ভেঙে যায়। তার পরই প্রাক্তন স্বামী নাগার সমস্ত ছবি অভিনেত্রী তাঁর সমাজমাধ্যমের পাতা থেকে মুছে ফেলেন। তাহলে কি আবার মত বদলালেন সমান্থা? কেন? ‘উ অন্তাভা’ অভিনেত্রীর সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে তাঁর নাগার বিয়ের ছবি।
সম্প্রতি শোনা যাচ্ছিল, দক্ষিণী তারকা নাগার্জুন ছেলে নাগাকে আবার সংসারী দেখতে চান। তাই তিনি নাকি নিজেই এ বার পুত্রের জন্য পাত্রী নির্বাচন করেছেন। সামান্থার সঙ্গে বিয়ে ভাঙার পর নাগার্জুন নাকি বিনোদনের জগতের পাত্রীকে পছন্দ করছেন না। তাঁর ঘনিষ্ঠ মহলে তিনি নাকি এমনটাই জানিয়েছেন।
আরও পড়ুন:

সঞ্জয়-আরশাদ মুন্না এবং সার্কিটের অবতারে, ‘মুন্নাভাই’-এর তৃতীয় পর্ব হচ্ছে?

রিভিউ: হোচি পারবে কুমুদিনী ভবনের রহস্যের পর্দা ফাঁস করতে?

এদিকে জোর চর্চা, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নাগা চৈতন্য নাকি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেম করছেন। সেই সম্পর্কেই তিনি থাকতে চান। সঠিক সময়ে এলে তবেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তার আগে একাবারে আচমকা সামান্থার এই পোস্ট প্রকাশ্যে আসে। সামান্থার সমাজমাধ্যমের পাতায় সেই ছবি যেন তাঁদের পুর্নমিলনের জল্পনা উস্কে দিয়েছে।
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১৫: আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে / খুঁজে পেতে আনি খেতে-নয় বড় সিধে সে!…

প্রথম আলো, পর্ব-৬: পৃথিবীর প্রথম কমিকস ও তার স্রষ্টা কে, জানতেন?

তবে সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের মতে, ‘‘সামান্থার হয়তো মন থেকে তাঁদের মেনে নিয়েছে বিবাহ বিচ্ছেদটা।’’ আবার কারও কারও ধারণা, ‘‘এ বার সামান্থা-নাগা হয়তো এক হতে চলেছেন, এই পোস্টে তারই আভাস দিলেন অভিনেত্রী।’’

নাগার সঙ্গে বিচ্ছেদের পর আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছে সামান্থাকে। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছে। সম্প্রতি সামান্থা অভিনীত ‘খুশি’-ছবির সঙ্গীত প্রকাশ অনুষ্ঠান ছিল। সেখানেও তাঁকে রোদচশমার আড়ালে চোখ জল ধরে রাখার চেষ্টা করতে দেখা গিয়েছে। তবে সত্যি কি সামান্থা-নাগা ফের এক হতে চলেছেন? উত্তর সময়ই দেবে।

Skip to content