শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কাজল। ছবি: সংগৃহীত।

শুক্রবার কাজল অভিনীত ‘দ্য ট্রায়াল’ নামক ‘কোর্টরুম ড্রামা’র একটি পর্ব মুক্তি পেয়েছে। সম্প্রতি অভিনেত্রীকে ‘দ্য ট্রায়াল’-এর প্রচারের জন্য একাধিক অনুষ্ঠান এবং সাক্ষাৎকারও দেখা যাচ্ছে। সেই রকমই একটি সাক্ষাৎকারে কাজল বলেন, “এমন কিছু নেতাদের দ্বারা আমাদের দেশ এবং রাজ্য পরিচালিত হয়, যাঁদের প্রাথমিক শিক্ষাই নেই। একেবারেই পড়াশোনা জানা নেই।”
কাজলের এই মন্তব্যে চটেছে দর্শকের একাংশ। তাঁদের বক্তব্য, বলিউডের অনেক অভিনেতা এবং অভিনেত্রী স্কুলের গণ্ডিই পেরননি। সেই লম্বা তালিকায় কাজলেরও নাম রয়েছে। তাই কাজলের এই ধরনের মন্তব্যে তাঁর ভক্তেরা বেশ বিরক্ত।
আরও পড়ুন:

লেডি গাগা বারণ করলেও কথা শোনেননি শাহরুখ, কী নিয়ে জোরাজুরি করছিলেন অভিনেতা? দেখুন সেই ভিডিয়ো

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪: সুন্দরবনের লবণ-বৃত্তান্ত

সেই ভিডিয়ো দেখে এক জন লিখেছেন, “কাজল নিজেই এক জন স্কুলছুট। তাঁর স্বামী অজয় দেবগনও পার করেননি স্কুলের গণ্ডি। বলিউডেই সবচেয়ে অশিক্ষিত অভিনেতারা রয়েছেন। পাশাপাশি বহু বোকা বোকা ছবিও তৈরি হয় বলিউডে। ইংরেজিতে কথা বলতে পারাই শিক্ষার মানদণ্ড নয়। সুতরাং এই পরিস্থিতিতে কাজল কী ভাবে এ ধরনের মন্তব্য করতে পারেন?” তবে অভিনেত্রী অবশ্য দর্শকের কোনও প্রশ্নের উত্তর দেননি।

আপনার রায়

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

Skip to content