শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ধর্মেন্দ্র ও হেমা মালিনী। ছবি: সংগৃহীত।

তাঁরা বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। আবার তাঁদের ঘিরে বিতর্কেরও শেষ নেই। তাঁরা বলিপাড়ার বর্ষীয়ান জুটি ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তাঁদের ৪৩ বছরের দাম্পত্য জীবনে প্রেম ও ঝগড়া-ঝামেলা সবই আছে।

১৯৮০ সালে প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে আইনত বিবাববিচ্ছেদ না করেই ধর্মেন্দ্র ড্রিম গার্লকে বিয়ে করেছিলেন। সেই সময় হেমার কেরিয়ার মধ্যগগণে। তাঁর সৌন্দর্যে মুগ্ধ সবাই। এই বিষয়টি নাকি ধর্মেন্দ্র একেবারেই ভালো চোখে দেখতেন না। শুধু তাই নয়, ড্রিম গার্লকে নায়কদের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতেও মানা করতেন।
তখনও ধর্মেন্দ্র ও হেমার বিয়ে হয়নি। সর্বত্র তাঁদের প্রেম নিয়ে চলছে গুঞ্জন। সে-সময় ধর্মেন্দ্র থাকতেন হেমার বাড়ির ঠিক উল্টো দিকেই। রোজদিন সকালে হেমার সঙ্গে ঝগড়া না করলে নাকি ‘বীরু’র দিন শুরু হত না। ধর্মেন্দ্র এক সাক্ষাৎকারে বলছেন, যখনই তিনি হেমাকে খারাপ মুডে দেখতেন, তখন তাঁর মাথা ঠিক থাকতে না। হেমার আবার দাবি, সকালে বেলায় ঘুম থেকে ওঠার পরে নায়িকার চোখমুখ এরকমই থাকত। অভিনেত্রীর মনখারাপ না হলেও ধর্মেন্দ্র মনে করতেন, ড্রিম গার্লের মুড ভালো নেই।

ওই সাক্ষাৎকারে ধর্মেন্দ্র এও জানান, ‘‘কয়েক জন নায়কদের সঙ্গে হেমা যে কায়দায় ছবি তোলে, তা আমি একদমই পছন্দ করি না।’’ জবাবে হেমা বলেন, ‘‘আর ওঁর নিজের বেলায়? আমার যেন সবই পছন্দ হয়! আমি তো বহু নায়িকার সঙ্গে তাঁর অনেক ছবি দেখেছি! তখন?’’ ধর্মেন্দ্রর উত্তর, ‘‘সেগুলো কেবলই ছবি মাত্র, ও সবের মধ্যে কোনও গল্প নেই।’’
আরও পড়ুন:

মুক্তির এক মাস আগেই ফাঁস ‘জওয়ান’-এর ক্লিপিং! তদন্তে মুম্বই পুলিশ

শিশুকে সর্বদা সুস্থ রাখতে কী ভাবে? তাহাল এগুলি মেনে চলুন

ধর্মেন্দ্র ১৯৫৪ সালে প্রকাশকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান—সানি দেওল ও ববি দেওল। ধর্মেন্দ্র-প্রকাশের ২৬ বছরের দাম্পত্য জীবনের মাথায় ১৯৮০ সালে হেমাকে বিয়ে করেন। স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাববিচ্ছেদ না করেই হেমাকে বিয়ে করেন অভিনেতা। প্রথম পক্ষের পরিবারের সঙ্গে হেমা মালিনীর তেমন ভালো সম্পর্ক না থাকলেও, আবার তিক্ততার পরিবেশও নেই।
আরও পড়ুন:

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-২: ভারতের স্থাপত্যশৈলীতে ভিতরকুঠি টেরাকোটা শিব মন্দিরের অবদান অপরিসীম

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-৮: ইতালিয়ান নিওরিয়ালিজম এবং ডি সিকার বাইসাইকেল থিভস

হেমা মালিনীর বক্তব্য, তিনি তাঁদের পরিবারকে অহেতুক বিরক্ত করতে চান না। যদিও দেওল পরিবারের চার ভাই-বোনের মধ্যে হেমা সম্পর্ক ভালো। সম্প্রতি সানির পুত্র করণের বিয়েতে তাঁরা কেউ উপস্থিত ছিলেন না। তবে এষা দেওল ও অহনা দেওল আবার সানির ‘গদর ২’ ছবির বিশেষ প্রদর্শনের আয়োজন করেন।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content