বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


হেমা মালিনী। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে ধর্মেন্দ্র ও শাবানা। ছবি: সংগৃহীত।

সদ্য মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। ছবিতে তাঁদের জুটি নিয়ে চর্চার কোনও শেষ নেই। তাঁরা হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও শাবানা আজমি। এছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ।
ছবিতে আলাদা করে নজর কড়েছেন ধর্মেন্দ্র ও শাবানা। পর্দায় তাঁদের চুম্বন নিয়ে এখনও চর্চা জারি। পর্দায় স্বামীকে শাবানার সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখে হয়তো অভিমান হয়েছে স্ত্রী হেমা মালিনীর, অনেকেই এমনটা মনে করেছিলেন। যদিও এমন কিছুই ঘটেনি। উলটে দীর্ঘদিন পরে ধর্মেন্দ্রকে পর্দায় দেখে হেমা খুশিই হয়েছেন। শাবানার সঙ্গে তাঁর চুম্বনেরও প্রশংসা করেছেন বাসন্তী। যদি বলিউডের ‘ড্রিম গার্ল’ এ বার বড়সড় সিদ্ধান্ত নিলে ফেলেছেন। কী সেই সিদ্ধান্ত?
আরও পড়ুন:

অন্য নায়কের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলা পছন্দ করতেন না ধর্মেন্দ্র! রেগে কী করেন হেমা মালিনী?

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১১: সুন্দরবনের ব্যাঘ্রদেবতা দক্ষিণ রায়

সম্প্রতি হেমা মালিনী এক সাক্ষাৎকার দেন। সেখানে তাঁকে ধর্মেন্দ্র ও শাবানা ঘনিষ্ঠ দৃশ্যের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে হেমা বলেন, ‘‘সে সময় আমি ব্যস্ত ছিলাম। তাই ছবির প্রিমিয়ারে যাওয়ার সময় পাইনি। তবে শুনেছি, ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিটা খুব ভালো হয়েছে। ধরমজিরও প্রশংসা শুনেছি। তাঁর জন্য আমার খুব আনন্দ হচ্ছে। ছবিটিতে কাজ করে ওঁরও ভালো লেগেছে।’’
আরও পড়ুন:

এই পাঁচটি কারণে বাড়ছে পুরুষের বন্ধ্যাত্ব, জেনে নিন কোনটি সবচেয়ে বেশি দায়ী

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১১: মশ্যা রে তুঁহু মম শ্যাম-সমান

অন্য একটি সাক্ষাৎকারে হেমা মালিনীকে প্রশ্ন করা হয়, কখনও সুযোগ পেলে তিনিও কি পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন? হেমার উত্তর, ‘‘করব না কেন, অবশ্যই করব! যদি ভালো চিত্রনাট্য হয়, তা হলে আমার এতে অসুবিধা নেই।’’ হেমার জবাব থেকই পরিষ্কার, ধর্মেন্দ্রর ওই দৃশ্যে অভিনয়ের পরে হেমা নিজেও পেশাগত জীবনে সাহসী হতে প্রস্তুত।

Skip to content