শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


রাহুল-আথিয়ার বিয়ের ছবি।

আইভরি লেহঙ্গায় পাত্রী আথিয়া শেট্টি আর হালকা গোলাপি শেরওয়ানিতে ক্রিকেটার কেএল রাহুল। অবশেষে সুনীল শেট্টির কন্যা অভিনেত্রী আথিয়া শেট্টি প্রেমিক রাহুলের গলায় মালা দিলেন। প্রকাশ্যে এল বর-কনের এই ছবি। ২৩ জানুয়ারি সোমবার, শুভ লগ্নে কেএল রাহুলের সঙ্গে বিয়ে সারলেন অভিনেত্রী।
বিয়ের আসর ছিল একেবারে ঘরোয়া পরিমণ্ডলে। বিকেল নাগাদ অভিনেতা সুনীল শেট্টি এবং তাঁর পুত্র অহন উপস্থিত আলোকচিত্রী এবং সাংবাদিকদের মিষ্টিমুখ করান। সুনীল জানিয়েছেন, এ বার তিনি আইনত শ্বশুরমশাই হলেন। ছোট করে হলেও অসাধারণ অনুষ্ঠান হয়েছে। একেবারেই পারিবারিক বৃত্তে।” বিয়ের আয়োজন হয় সুনীলের খান্ডালার খামারবাড়িতে। বিয়ের আসরে বেশ কয়েক জন বলিউড তারকাকে প্রবেশ করতে দেখা যায়।
আরও পড়ুন:

শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে? প্রাকৃতিক উপায়েই সহজে জব্দ হবে এই রোগ, কী ভাবে?

উত্তম কথাচিত্র, পর্ব-২১: কে তুমি নিলে আমার চিরসবুজের ‘অগ্নিপরীক্ষা’

যথেষ্ট গোপনীয়তা থাকা সত্ত্বেও শনিবার রাতে আলো ঝলমল বিয়েবাড়ির ছবি আলোকচিত্রীদের লেন্সে ধরা পড়ে যায়। মায়াবী পরিবেশ। খোলা আকাশের নীচে ফুলে সাজানো বিয়ের মণ্ডপ। অনুরাগীরাও দেখে বেশ খুশি।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: জেনে নাও Unseen Comprehension এ কীভাবে পাবে ফুল মার্কস এবং পড়বে কোন Phrasal Verbগুলো

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৯: গুরুদেবের দেওয়া গুরুদায়িত্ব

শনিবার থেকেই বিয়ের সানাই বাজছিল। সোমবার বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, আথিয়া আর রাহুল মালাবদল শেষে হাতে হাত রেখে হাসছেন। বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে মোট ১০০ জন নিমন্ত্রিত ছিলেন। জানা গিয়েছে, পরে রিসেপশনের অনুষ্ঠান বড় করে হবে।

Skip to content